IPL Auction 2025 Live

World Hearing Day 2022: বিশ্ব শ্রবণ দিবসে জেনে নিন শ্রবণ ইন্দ্রিয়ের সমস্যা ও তার সমাধানের হালহকিকত

শ্রবণশক্তি নিয়ে বিশ্বজুড়ে সচেতনতা বাড়াতে ৩ মার্চ দিনটি বিশ্ব শ্রবণ দিবস (World Hearing Day 2022) হিসেবে পালিত হয়ে আসছে। এই দিনে শ্রবণেন্দ্রীয় নিয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

World Hearing Day (Photo Credits: Pixabay)

শ্রবণশক্তি নিয়ে বিশ্বজুড়ে সচেতনতা বাড়াতে ৩ মার্চ দিনটি বিশ্ব শ্রবণ দিবস (World Hearing Day 2022) হিসেবে পালিত হয়ে আসছে। এই দিনে শ্রবণেন্দ্রীয় নিয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। গবেষণায় দেখা গেছে ডায়েট সম্পর্কে মানুষের মধ্যে তেমন কোনও সচেতনতা নেই। এর ফলে বাড়ছে দৈহিক ওজন, যা ডেকে আনছে ওবেসিটির মতো সমস্যাকে। ২০০৭ সালে প্রথম বিশ্বজুড়ে কানের যত্ন দিবস পালিত হয়। ওই দিন থেকেই শ্রবণশক্তিহীনতার বিরুদ্ধে সচেতনতা মূলক মিশন শুরু হয়েছে।

এই প্রসঙ্গে মুম্বইয়ের প্রখ্যাত অডিওলজিস্ট স্পিচ থেরাপিস্ট সানা জেব বলেন, কানে শুনতে না পাওয়া বা কাল হয়ে যাওয়া শ্রবণশক্তি হারানোর একদম শুরুর দিকের সমস্যা। বংশগত কারণে শ্রবণশক্তি চলে যেতে পারে। সংক্রমণের কারণেও অনেক সময় শ্রবণশক্তি নষ্ট হয়ে যায়। দীর্ঘদিনের সংক্রমণ শ্রবণশক্তি পুরোপুরি নষ্ট করে দিতে পারে। কড়া ডোজের ওষুধ দিনের পর দিন সেবন করলে কানে শোনার ক্ষমতা নষ্ট হতে পারে। অন্যদিকে বয়স বাড়লে শ্রবণ ক্ষমতা লোপ পায়।

এমনকী, বাবা মায়ের মধ্যে কেউ একজন কানে কম শুনলে ক্ষীণ শ্রবণ ক্ষমতা নিয়ে বাচ্চা জন্মাতে পারে। এমন কোনও সমস্যা র সূত্রপাত হলে চিকিৎসকের পরামর্শ নিন তাড়াতাড়ি। কারণ বর্তমানে চিকিৎসা ব্যবস্থা এতটাই উন্নত হয়েছে যে যার সাহায্য বাচ্চার শ্রবণক্ষমতা সম্পূর্ণ রূপে ফিরিয়ে আনা যায়।