Happy World Water Day 2021 Quotes: জলই জীবন, বিশ্ব জল দিবসে করুন প্রতিজ্ঞা

১৯৯২ সাল থেকে প্রত্যেক বছর পালন করা হয় বিশ্ব জল দিবস। রিও ডি জেনেরিওতে প্রথম জল দিবসের প্রস্তাব গ্রহণ করা হয়। পরিশুদ্ধ জল ছাড়া যে জীবন অচল,তা বোঝাতেই ২২ মার্চ পালন করা হয় এই বিশেষ দিন।

World Water Day (Photo Credit: File Image)

পৃথিবীতে জলের গুরুত্ব বোঝাতে প্রত্যেক বছর ২২ মার্চ পালন করা হয় বিশ্ব জল দিবস (World Water Day)। জীবনে  বেঁচে থাকতে গেলে, জলের গুরুত্ব কতটা, তা বোঝাতেই প্রত্যেক বছর ২২ মার্চ সাড়ম্বরে পালন করা হয় বিশ্ব জল দিবস। ১৯৯২ সাল থেকে প্রত্যেক বছর পালন করা হয় বিশ্ব জল দিবস। রিও ডি জেনেরিওতে প্রথম জল দিবসের প্রস্তাব গ্রহণ করা হয়।  পরিশুদ্ধ জল ছাড়া যে জীবন অচল,তা বোঝাতেই ২২ মার্চ পালন করা হয় এই বিশেষ দিন। পরিশুদ্ধ এবং বিশুদ্ধ জল পৃথিবীর মানুষের প্রথম ওষুধ বলে বর্ণনা করা হয়। জলই যে জীবন,তার গুরুত্ব বোঝাতেই  ২২ মার্চের বিশেষ মাহাত্ম্য রয়েছে।

যখন কুঁয়ো শুকিয়ে যায়, তখন জলের মাহাত্ম্য বোঝা যায়..

বিশ্ব জল দিবসে জলের গুরুত্ব বোঝানোর চেষ্টা করা হয় গোটা পৃথিবীর মানুষকে...

জলের গুরুত্ব বোঝাতে জেন অস্টিন কী বলেন দেখুন...

জলই হল জীবন...

বেঁচে থাকতে গেলে জল চক্র ভুলে গেলে চলবে না...