Happy Women's Day 2022: সম্মান দিয়ে আগলে রাখুন, নিরাপত্তা দিন প্রতি মুহূর্তে, তবেই এই নারী দিবসের স্বার্থকতা

এই নারী দিবসে সমাজের প্রত্যেক স্তরের মহিলা যাতে সম্মান পান, ভালবাসা পান, সেই লক্ষ্যে এগোতে হবে। তবেই ভয়মুক্ত হবে পৃথিবী। প্রাণভরে নিঃশ্বাস নেবেন আপনার কাছের মানুষ।

Women's Day (Photo Credit: Latestly)

আগামীকাল অর্থাৎ ৮ মার্চ বিশ্ব নারী দিবস (Women's Day)। গোটা দেশ জুড়ে পালিত হয় এই আন্তর্জাতিক নারী দিবস। নারীদের সম্মান জানাতেই গোটা বিশ্ব জুড়ে পালিত হয় এই দিনটি। তবে শুধু একদিন নয়, বছরের প্রতিটি দিনই নারীকে প্রকৃত সম্মান এবং ভালবাসা দিতে হবে।  তাহলেই প্রকৃত নারী দিবসের মানে বুঝতে পারবেন বিশ্ববাসী।

এই নারী দিবসে সমাজের প্রত্যেক স্তরের মহিলা যাতে সম্মান পান, ভালবাসা পান, সেই লক্ষ্যে এগোতে হবে।

নারী দিবসের মাহাত্ম্য বুঝতে হবে প্রত্যেককে। তবেই নারী দিবসের সার্থকতা।

 

সমাজে প্রত্যেক নারী যাতে পুরুষের সমান মর্যাদা পান, সেই অধিকারের লক্ষ্যে প্রত্যেক বছর পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস।

মা হোক বা স্ত্রী কিংবা বোন কিংবা কন্যা, প্রত্যেক নারীকে সমান অধিকার দিন। ভালবাসায় ভরিয়ে দিন প্রত্যেককে। সমাজে নারীর অধিকার সুরক্ষিত করুন।

সমাজে নারীকে নিরাপদ করুন। পণ্য হিসেবে নয়, নারীকে মর্যাদা দিন। তাঁকে স্বমহিমায় এই সমাজে প্রতিষ্ঠা করুন।

একজন নারীর সমব্যাথী হয়ে উঠুন। হাজার কাজের ভিড়ে তাঁকে আগলে রাখুন। সম্মান করুন। তবেই এই আন্তর্জাতিক নারী দিবসের স্বার্থকতা।