Happy Father’s Day 2022 Wishes: বাবা দিবসের শুভেচ্ছা, পিতার স্নেহের অনুশাসনে বড় হোক পৃথিবীর সব সন্তান

সন্তানকে ছোট থেকে বড় করতে, সংসারের প্রতি দায়িত্ব পালন করতে প্রত্যেক বাবা যেভাবে নিজের জীবনের সবটুকু দিয়ে সবাইকে আগলে রাখেন, সেইদিনটিকে মনে রাখতেই পালন করা হয় বাবা দিবস।

Father's Day (Photo Credit: Latestly)

এসে গেল ফাদার্স ডে (Father's Day) অর্থাৎ বাবা দিবস। ১৯ জুন গোটা বিশ্ব জুড়ে পালিত হবে বাবা দিবস। মা দিবসের পাশাপাশি বর্তমানে বাবা দিবসেও বিভিন্ন রকম অনুষ্ঠানে মেতে ওঠেন মানুষ। বাবার প্রতি ভালবাসা এবং শ্রদ্ধা জানাতে প্রত্যেক বছর ১৯ জুন এই দিনটিকে পালন করা হয়। সন্তানকে ছোট থেকে বড় করতে, সংসারের প্রতি দায়িত্ব পালন করতে প্রত্যেক বাবা যেভাবে নিজের জীবনের সবটুকু দিয়ে সবাইকে আগলে রাখেন, সেইদিনটিকে মনে রাখতেই পালন করা হয় বাবা দিবস। বাবারাই হন শিক্ষক, বন্ধু এবং সংসারের অন্যতম কাণ্ডারি। যাঁর ছায়ায় ছোট থেকে একটু একটু করে বেড়ে ওঠে সন্তান। বাবার ছত্রছায়ায় বেড়ে ওঠা সন্তানও যাতে ভবিষ্যতে নিজের ছাপ রাখতে পারে সমাজের উপর, পরিবারের উপর, সেই চেষ্টা করেন পৃথিবীর প্রায় সব বাবা। তাই বাবা দিবসে জানান আপনার প্রিয় মানুষটিকে শুভেচ্ছা...

বাবার ছত্রছায়ায় বেড়ে উঠুক পৃথিবীর সব সন্তান...

বটের ছায়ায় থেকে পৃথিবীর সমস্ত সন্তান যেন পরিবার এবং সমাজের পথ প্রদর্শক হয়ে ওঠে...

পৃথিবীর সব বাবার জীবন যেন হাসি, আনন্দে ভরে ওঠে...

বাবারা যেন অনুশাসনে, আদরে, আবদারে গড়ে তুলতে পারেন তাঁদের সন্তানদের...

পৃথিবীর সব সন্তানের সঙ্গে আরও নিবিড় হোক প্রত্যেক বাবার বাঁধন...