International Men's Day 2023: আন্তর্জাতিক পুরুষ দিবসে আপনার জীবনের গুরুত্বপূর্ণ পুরুষদের জানান এই সব শুভেচ্ছা বার্তা

প্রতি বছর ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস পালিত হয়।

International Men's Day (File Image)

সমাজের উন্নতির জন্য নারী-পুরুষ উভয়েরই অবদান গুরুত্বপূর্ণ। লিঙ্গবৈষম্য কমিয়ে আনার ব্যাপারে পৃথিবী এখন সচেতন। এইসময় নারীর পাশাপাশি কিছু কিছু বিষয়ে পুরুষের অধিকারও সুনিশ্চিত করা দরকার। আন্তর্জাতিক পুরুষ দিবস সে কথাগুলোই মনে করায়।‌ পুরুষদের মানসিক বিকাশ, তাঁদের স্বাস্থ্য, ইতিবাচক গুণাবলীর উপলব্ধি এবং লিঙ্গ সমতার লক্ষ্য নিয়ে প্রতি বছর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক পুরুষ দিবস (International Men's Day 2023)।

বিশ্বের ৬০টিরও বেশি দেশ আন্তর্জাতিক পুরুষ দিবস উদযাপন হয়। প্রতি বছর ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস পালিত হয়। পুরুষ দিবস উপলক্ষ্যে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আপনার জীবনের গুরুত্বপূর্ণ মানুষগুলোকে, বাবা, ভাই, বন্ধু, সহকর্মী, স্বামী বা প্রেমিক যেই হোন না কেন তাঁদের আন্তর্জাতিক পুরুষ দিবস শুভেচ্ছা জানিয়ে ফেলুন এই মেসেজগুলো দিয়ে।

দেখুন-

International Men's Day (File Image)

 

International Men's Day (File Image)

 

International Men's Day (File Image)

 

International Men's Day (File Image)

 

International Men's Day (File Image)


@endif