Swami Vivekananda Birthday Special: স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীর আগে জেনে নিন কোন কোন সিনেমাতে স্বামীজির জীবনী উঠে এসেছে

আধ্যাত্মিকতায় আগ্রহী নরেন্দ্রনাথ ২৫ বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন। বীর সন্তানের জন্মদিনের আগে আসুন দেখে নেওয়া যাক তাঁকে নিয়ে তৈরি হওয়া কিছু সিনেমা।

Swami Vivekananda (Photo Credit Wikimedia commons)

Film on Swami Vivekananda's Life: ১২ জানুয়ারি দেশে জাতীয় যুব দিবস (National Youth Day 2024) পালন হয়। এই দিনটি স্বামী বিবেকানন্দ (Swami Vivekananda)-এর জন্মদিন। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে দেশজুড়ে তাঁর জন্মদিন পালনে নেওয়া হয়েছে নানা কর্মসুচি। স্বামীজি ১৮৬৩ সালের ১২ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। শৈশব থেকেই আধ্যাত্মিকতায় আগ্রহী নরেন্দ্রনাথ ২৫ বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন। বীর সন্তানের জন্মদিনের আগে আসুন দেখে নেওয়া যাক তাঁকে নিয়ে তৈরি হওয়া কিছু সিনেমার কথা। আরও পড়ুন: Swami Vivekananda Quotes 2024: জন্মবার্ষিকীর আগে ছাত্র ও যুবদের জন্য রইল স্বামীজির অনুপ্রেরণামূলক বাণী

বীরেশ্বর বিবেকানন্দ 

১৯৬৪ সালে মুক্তি পায় বাংলা ছবি বীরেশ্বর বিবেকানন্দ। মধু বোস ছবিটির পরিচালনা করেছিলেন। অমরেশ দাস নাম ভূমিকায় অভিনয় করেছিলেন। গুরুদাস বন্দ্যোপাধ্যায় হয়েছিল রামকৃষ্ণ দেব।

 

দ্য লাইট: স্বামী বিবেকানন্দ

স্বামী বিবেকানন্দের ঘটনাবহুল জীবন এই ছবিতে ধরা পড়েছে। ছবিটি তরুণ নরেন্দ্র নাথ দত্ত থেকে বিশ্ব প্রচারক স্বামী বিবেকানন্দে রূপান্তর দেখায়

 

স্বামী বিবেকানন্দের অমৃত কথা

হিন্দি ছবি স্বামী বিবেকানন্দর অমৃত কথা। বেশ জনপ্রিয় একটি সিনেমা।



@endif