World Music Day 2022 Wishes: গানে গানে প্রাণের মিলন, বিশ্ব সঙ্গীত দিবসে প্রিয়জনকে শেয়ার করুন এই শুভেচ্ছা

বিশ্ব সঙ্গীত দিবস(World Music Day 2022 )। গানের মাঝেই প্রাণের সুর বাঁধা আছে। গানে গানে যেকথা সহজে বলে দেওয়া যায়, তা কথ্য ভাষায় ব্যক্ত করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। একটা গান এক বীতশ্রদ্ধ জীবনকে সুন্দরের পথ দেখায়। সুস্থতার অবকাশ এনে দেয়।

World Music Day (File Image)

World Music Day 2022 Wishes In Bengali:  বিশ্ব সঙ্গীত দিবস(World Music Day 2022 )। গানের মাঝেই প্রাণের সুর বাঁধা আছে। গানে গানে যেকথা সহজে বলে দেওয়া যায়, তা কথ্য ভাষায় ব্যক্ত করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। একটা গান এক বীতশ্রদ্ধ জীবনকে সুন্দরের পথ দেখায়। সুস্থতার অবকাশ এনে দেয়। রবীন্দ্র সঙ্গীতে যেন মিশে আছে সেই সব পেয়েছি চাবিকাঠি। জীবনের প্রতিটি বাঁককে রঙীন করে পেতে চাইলে রবীন্দ্র গানের কোনও বিকল্প হয় না। এমন প্রাসঙ্গিকতা আর কোথায়। মন খারাপ কাটাতে গান শুনুন, মনে হবে কবিগুরু এ গান আপনার জন্যই লিখেছেন। এখানেই সঙ্গীতের স্বার্থকতা। যেখানে “সব সুর এসে মিলে গেছে শেষে তোমার ও দুটি নয়নে নয়নে…।”

আজ বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে LatestLY বাংলা নিয়ে এসেছে শুভেচ্ছা ডালি। শেয়ার করুন প্রিয়জনকে।

World Music Day (File Image)
World Music Day (File Image)
World Music Day (File Image)

 



@endif