World Earth Day 2024: কেন পালিত হয় বিশ্ব ধরিত্রী দিবস? জেনে নিন বিস্তারিত...

ধরিত্রীকে রক্ষা করার উদ্দেশ্যে প্রতিবছর ২২ এপ্রিল পালন করা হয় বিশ্ব ধরিত্রী দিবস। ধরিত্রী দিবস একটি বার্ষিক অনুষ্ঠান। পরিবেশগত সমস্যা সম্পর্কে মানুষের সচেতনতা বাড়াতে এবং বিশ্বের প্রাকৃতিক সম্পদ রক্ষা করার উদ্দেশ্য নিয়ে প্রতিবছর পালন করা হয় এই দিনটি। ধরনী বা ধরা থেকে এসেছে ধরিত্রী শব্দটি, এর অর্থ হল পৃথিবী। তাই সহজ ভাষায় এই পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য পালিত হয় ধরিত্রী দিবস।

১৯৭০ সালের ২২ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম পালিত হয় ধরিত্রী দিবস। পরিবেশের উপর শিল্পায়ন এবং দূষণের নেতিবাচক প্রভাব সম্পর্কে সকলকে অবগত করা ছিল এই দিনের প্রধান উদ্দেশ্য। পৃথিবীকে রক্ষা করার জন্য গোটা বিশ্বের মানুষকে একত্রিত করার জন্য এই দিনটি পালন করা শুরু হয়। এরপর থেকে প্রতিবছর বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ পরিবেশ রক্ষার দায়িত্ব নিয়ে বিভিন্ন অনুষ্ঠান এবং প্রচারাভিযান আয়োজন ও অংশগ্রহণ করে।

ধরিত্রী দিবসের জন্য ২২ এপ্রিল তারিখটিকে বেছে নেওয়া হয়েছিল কারণ এই সময় সাধারণত বসন্তের ছুটি থাকে, শিক্ষার্থীরাও যাতে এই কাজের সঙ্গে যুক্ত হতে পারে সেই কারণে এই দিনটি বেছে নেওয়া হয়েছিল। প্রথমবার পালিত ধরিত্রী দিবস ছিল একটি বিশাল সাফল্য। এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষাধিক মানুষ পরিবেশগত সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন অনুষ্ঠান, সমাবেশ, মিছিলের আয়োজন ও অংশগ্রহণ করেছিল। বর্তমানে বিশ্ব ধরিত্রী দিবস বিশ্বজুড়ে পালিত হয়, এককথায় বৈশ্বিক আন্দোলনে পরিণত হয়েছে এই দিনটি।

বিশ্ব ধরিত্রী দিবসের থিম প্রতি বছর ভিন্ন হয়, তবে প্রতি বছর এমন থিম বেছে নেওয়া হয় যার মাধ্যমে পরিবেশগত সমস্যা তুলে ধরা যায়। যেমন- জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ, প্লাস্টিক দূষণ, জল সংরক্ষণ। বিশ্ব ধরিত্রী দিবস পালনের জন্য সারা বিশ্বের মানুষ এদিন গাছ লাগানো, আবর্জনা পরিষ্কার করা, পুনর্ব্যবহার এবং পরিবেশগত সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার মতো কর্মসূচির সঙ্গে যুক্ত হয়।