Diwali 2021 Calendar With Dates in India: আসন্ন আলোর উৎসবে কবে কালীপুজো, ধনতেরাস, ভূত চতুর্দশী, ভাতৃদ্বিতীয়া, দেখে নিন এক ঝলকে
দীপাবলি বিশ্বজুড়ে হিন্দুদের কাছে এক বিরাট আনন্দের উৎসব। পাঁচ দিন ধরে চলে এই আলোর উৎসবের উদযাপন। দীপাবলিকে কেন্দ্র করে খাওয়াদাওয়া, আড্ডা, পরিবারের সদস্যদের একত্রিত হওয়া, আলোর মালায় বাড়িকে সাজিয়ে তোলা, বন্ধুদের আমন্ত্রণ জানানো।
দীপাবলি বিশ্বজুড়ে হিন্দুদের কাছে এক বিরাট আনন্দের উৎসব। পাঁচ দিন ধরে চলে এই আলোর উৎসবের উদযাপন। দীপাবলিকে কেন্দ্র করে খাওয়াদাওয়া, আড্ডা, পরিবারের সদস্যদের একত্রিত হওয়া, আলোর মালায় বাড়িকে সাজিয়ে তোলা, বন্ধুদের আমন্ত্রণ জানানো। কত কীই না থাকে তালিকায়। বাড়িতে নানরকম সুস্বাদু খাবারদাবার রান্না করা হয়। এবার করোনাকে কিছুটা হলেও প্রতিহত করা গেছে। আসন্ন দীপাবলি (Diwali 2021) উপলক্ষে বাড়িতে বসে উদযাপনে মাততে এখনই ৫ দিনের পরিকল্পনা করে নিন। কালীপুজো, ভূত চতুর্দশী, ধনতেরাস, দীপাবলি, ভাইফোঁটা। কবে কোনটা? দিনক্ষণ দেখে নিন এক ঝলকে।
দীপাবলি ২০২১
- আগামী ৪ নভেম্বর বৃহস্পতিবার হচ্ছে আলোর উৎসব দীপাবলি।
- ওই দিনই শক্তির অধিষ্ঠাত্রী দেবী কালীর ও আরাধনা।
- কালীপুজোতেই আলোর মালায় সেজে ওঠে গৃহস্থের অঙ্গন।
- কালীপুজোর আগের দিন বুধার ৩ নভেম্বর হল ভূত চতুর্দশী।
- এদিনই বাংলার ঘরে ঘরে ১৪ শাক রান্না হয়।
- সন্ধ্যায় বাড়িতে জ্বলে ১৪ প্রদীপ।
- ২ নভেম্বর মঙ্গলবার হল ধনতেরাস।
- কার্তিক মাসের কৃষ্ণপক্ষের তেরোতম দিনে হয় ধনতেরাস।
- পাঁচ দিন ধরে চলা দীপাবলী উৎসবের শুরুটা হচ্ছে ধনতেরাস দিয়েই।
- বছরের সবচেয়ে শুভ দিন মনে করা হয় ধনতেরাসকে।
- ৬ নভেম্বর শনিবার রয়েছে ভাতৃদ্বিতীয়া।
- ভাই ও দাদার মঙ্গল কামনায় এই উদযাপন হয় দেশজুড়ে।
- বোন ও দিদিরা ধুমধামের সঙ্গে দিনটিকে পালন করে।
- ভাইের কপালে ফোঁটা দিয়েই যমের দুয়ারের কাঁটা পড়ে।