Dalai Lama: পশ্চিমবঙ্গ ও সিকিম সফরে আসছেন দলাই লামা

সিকিম ও পশ্চিমবঙ্গ সফরে আসছেন তিব্বতিয়ান আধ্যাত্মিক নেতা ১৪তম দলাই লামা। শনিবার তিনি সিকিম ও পশ্চিমবঙ্গ সফরের জন্য ধর্মশালা থেকে বেরিয়ে পড়েছেন। আগামী ১২ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত শিক্ষা শিবির করার কথা রয়েছে।

Photo Credits: ANI

ধর্মশালা: সিকিম (Sikim) ও পশ্চিমবঙ্গ (West Bengal) সফরে আসছেন তিব্বতিয়ান আধ্যাত্মিক নেতা ১৪তম দলাই লামা (Tibetan spiritual leader 14th Dalai Lama)। শনিবার তিনি সিকিম ও পশ্চিমবঙ্গ সফরের জন্য ধর্মশালা থেকে বেরিয়ে পড়েছেন। আগামী ১২ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত শিক্ষা শিবির Z(teachings) করার কথা রয়েছে। আরও পড়ুন: Telangana : অস্ত্রপ্রচারের পর সুস্থ তেলেঙ্গনার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসি রাও

চিন (China) ও ভারতের (India) মধ্যে সীমান্ত সমস্যা নিয়ে উত্তেজনার মধ্যেই বেজিংয়ের কাছে শত্রু হিসেবে পরিগণিত দলাই লামার পশ্চিমবঙ্গ ও সিকিম সফরে পরিস্থিতি আরও জটিল করে তুলবে বলেই মত বিশেষজ্ঞরা।

জানা গেছে, নিজের সফরের সময়ে চিনের সীমান্ত মাত্র থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত সিকিমের গ্যাংটকে (Gangtok) শিক্ষামূলক শিবির করবেন দলাই লামা। সিকিমের রাজ্য সরকারের অনুরোধে পালজোর স্টেডিয়ামে (Paljor stadium) সকালে বোধিসত্বের (Boddhisatta) শিক্ষা ও বাণী সম্পর্কে শিক্ষা দেওয়ার কথা রয়েছে তাঁর। আরও পড়ুন: Telangana : তেলেঙ্গনা বিধানসভায় শুরু নবনিযুক্ত মন্ত্রীদের শপথ বাক্য পাঠ

তারপর ১৪ ডিসেম্বর পশ্চিমবঙ্গের সালুগারায় শিক্ষা দেবেন বুদ্ধের জীবন সম্পর্কে।