IPL Auction 2025 Live

Thanksgiving Day 2024: থ্যাঙ্কসগিভিং দিবস কবে? জেনে নিন প্রতি বছর থ্যাঙ্কসগিভিং দিবস পালনের মজার গল্প...

যতদিন মানুষ একে অপরকে সাহায্য করে যাবে ততদিন মানবতা বেঁচে থাকবে এই দুনিয়ায়। চেনা হোক বা অচেনা, কাউকে সাহায্য করে যে সুখ পাওয়া যায় তা আর কোথাও পাওয়া যায় না। এই সাহায্যকারীদের ধন্যবাদ জানাতে প্রতি বছর সারা বিশ্বে পালন করা হয় থ্যাঙ্কসগিভিং দিবস। সাহায্যের জন্য বন্ধু, কাছের ব্যক্তি, এমনকি অপরিচিতদের ধন্যবাদ জানানো হয় এই দিনে। প্রতি বছর নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার পালন করা হয় থ্যাঙ্কসগিভিং দিবস।

২০২৪ সালে, ২৮ নভেম্বর পালন করা হবে থ্যাঙ্কসগিভিং দিবস। এই দিনটি মূলত উত্তর আমেরিকায় পালন করা হয়, তবে বর্তমানে এই দিনটি অন্যান্য দেশেও পালন করা শুরু হয়েছে, যার মধ্যে রয়েছে জাপান, জার্মানি, কানাডা, ব্রাজিল। ১৫০০ খ্রিস্টাব্দে পালন করা শুরু হয় থ্যাঙ্কসগিভিং দিবস। কথিত আছে, সেন্ট অগাস্টিন প্রথম পালন করা শুরু করেছিলেন এই দিনটি, তবে অনেক বিশ্বাস করে যে আমেরিকায় বসতি স্থাপনকারী ইউরোপীয়রা পালন করা শুরু করে থ্যাঙ্কসগিভিং দিবস।

সেই সময়ের মানুষেরা ভালো চাষের জন্য একে অপরকে ধন্যবাদ জানাত এবং প্রথম ফসলের পরে যারা প্রয়োজনের সময় সাহায্য করেছিল তাদের ধন্যবাদ জানিয়ে আনন্দ উৎসব করা হত একটি দিনে। ধীরে ধীরে এই উপলক্ষটি জনপ্রিয় হয়ে ওঠে এবং এভাবেই মানুষ পালন করা শুরু করে থ্যাঙ্কসগিভিং দিবস। পরবর্তীতে থ্যাঙ্কসগিভিং দিবসকে ছুটির দিন হিসেবে ঘোষণা করেন আমেরিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন।

ভিন্ন ভিন্ন ভাবে পালন করা হয় থ্যাঙ্কসগিভিং দিবস। কিছু জায়গায় পিকনিক, পার্টি, বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে সময় কাটিয়ে, আবার কোথাও চেনা অচেনা সকল মানুষকে একত্রিত করে বিভিন্ন খেলার মাধ্যমে পালন করা হয় এই দিনটি। কোনও কোনও স্থানে টার্কি রান্না করে পার্টির আয়োজন করা হয় এই দিনে৷। এছাড়াও অনেক জায়গায় পাড়া ও পরিবারের শিশুদের চকলেট দেওয়ার মাধ্যমে আনন্দ করা হয় থ্যাঙ্কসগিভিং দিবসে।