Maha Shivratri 2020 Date: জেনে নিন শিবরাত্রির তাৎপর্য, দিন, সময় এবং নির্ঘণ্ট

পুরাণে তিনটি কাহিনীর উল্লেখ পাওয়া যায়৷ প্রথমত, বলা হয় এ দিনেই শিবকে স্বপ্নে পেয়েছিলেন পার্বতী৷ আবার এদিনেই নাকি পার্বতীর সঙ্গে বিয়ে হয়েছিল মহাদেবের৷ তাই মহা-আড়ম্বরের সঙ্গে হিন্দুরা এই দিনটিতে মহাদেবের পুজো করেন৷ এই কারণে নেপালে মহাশিবরাত্রির তিন দিন আগে থেকেই মন্দিরগুলোকে সাজানো হয়। পার্বতী এবং শিবের মূর্তিকে বর কনে সাজিয়ে ঘরে-ঘরে ঘোরানো হয়। মহাশিবরাত্রির দিন ওদের বিয়েও দেওয়া হয়। আগামীকাল ২১ ফেব্রুয়ারি, ৮ ফাল্গুন বিকেল ৫.৪১-র পর চতুর্দশী লাগছে। দিন মন্দির বা বাড়িতেই পূজার্চনা করতে পারেন। চতুর্দশী থাকবে আগামীকাল পর্যন্ত।

শিবরাত্রি ২০২০ (Photo Credit: File Photo)

Happy Maha Shivratri 2020: পুরাণে তিনটি কাহিনীর উল্লেখ পাওয়া যায়৷ প্রথমত, বলা হয় এ দিনেই শিবকে স্বপ্নে পেয়েছিলেন পার্বতী৷ আবার এদিনেই নাকি পার্বতীর সঙ্গে বিয়ে হয়েছিল মহাদেবের৷ তাই মহা-আড়ম্বরের সঙ্গে হিন্দুরা এই দিনটিতে মহাদেবের পুজো করেন৷ এই কারণে নেপালে মহাশিবরাত্রির তিন দিন আগে থেকেই মন্দিরগুলোকে সাজানো হয়। পার্বতী এবং শিবের মূর্তিকে বর কনে সাজিয়ে ঘরে-ঘরে ঘোরানো হয়। মহাশিবরাত্রির দিন ওদের বিয়েও দেওয়া হয়। দ্বিতীয়ত, সকলেই জানেন দেবতা আর অসুররা যখন সমুদ্রমন্থন করেন তখন সমুদ্র থেকে ভয়াবহ বিষ উঠতে থাকে৷ বিষের উগ্রতায় সমস্ত সৃষ্টি নষ্ট হতে বসে ৷ তখন মহাদেব এই বিশ্ব-চরাচরকে বাঁচাতে মহাদেব সেই ভয়াবহ গরল কণ্ঠে ধারণ করেন। বিষে তাঁর কণ্ঠ নীল হয়ে যায়৷ এইজন্য শিবের আরেক নাম নীলকণ্ঠ৷ ফাল্গ‌ুন মাসের কৃষ্ণা চতুর্দশীতে কালকূট বিষ পান করে মহাদেব সৃষ্টি রক্ষা করেছিলেন বলে এই দিনটিতে মহাশিবরাত্রি পালিত হয়।

শিবরাত্রি পালনের তারিখ (পঞ্জিকামতে)-

আগামীকাল ২১ ফেব্রুয়ারি, ৮ ফাল্গুন বিকেল ৫.৪১-র পর চতুর্দশী লাগছে। দিন মন্দির বা বাড়িতেই পূজার্চনা করতে পারেন। চতুর্দশী থাকবে আগামীকাল পর্যন্ত।

ইংরেজি তারিখ: ২২.০২.২০২০

বাংলা তারিখ: ৯ ফাল্গুন ১৪২৬, শনিবার

সময়: সকাল ৯ টা ৫৬ মিনিটের মধ্যে

শিবরাত্রির উপবাসের সময় যা যা করা উচিত: