IPL Auction 2025 Live

Navratri 2024 Colours List for 9 Days: শুরু হয়ে গিয়েছে শারদীয়া নবরাত্রি, জেনে নিন নবরাত্রি ৯ দিনের পরিধানের ৯টি রং...

নবরাত্রির শুভ হিন্দু উৎসব উৎসর্গ করা হয় দেবী দুর্গাকে। 'নবরাত্রি' নামটি এসেছে সংস্কৃত শব্দ 'নভ' থেকে, যার অর্থ ৯টি এবং 'রাত্রি', যার অর্থ রাত। এই উৎসবটি ৯ রাত ধরে চলে এবং দেবী দুর্গার নয়টি ভিন্ন রূপের পুজো করা হয় এই ৯ দিনে। নবরাত্রির উৎসব পালন করা হয় বছরে দুবার, বসন্তকালে চৈত্র নবরাত্রি এবং শরৎকালে শারদীয়া নবরাত্রি। গোটা ভারতে সবচেয়ে ধুমধাম করে পালন করা হয় শারদীয়া নবরাত্রি। ২০২৪ সালে ৩ অক্টোবর ঘটস্থাপন দিয়ে শুরু হয়েছে এবং ১২ অক্টোবর বিজয়াদশমী দিয়ে শেষ হবে শারদীয়া নবরাত্রি। শারদীয়া নবরাত্রির সময় দেবী দুর্গার নয়টি রূপকে সম্মান জানাতে প্রতিদিন নির্দিষ্ট রং পরার ঐতিহ্য অনুসরণ করা উচিত। চলুন জেনে নেওয়া যাক শারদীয়া নবরাত্রির শুভ উৎসবের ৯ দিনের পরিধানের ৯টা রং।