National Sports Day 2024: জাতীয় ক্রীড়া দিবস কবে? জেনে নিন জাতীয় ক্রীড়া দিবসের ইতিহাস ও গুরুত্ব...

বর্তমান যুগে শারীরিক সুস্থতার সঙ্গে মানসিক ভাবে সুস্থ থাকা খুবই জরুরি। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য সঠিক খাদ্যাভ্যাস এবং শারীরিক ক্রিয়াকলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছোট থেকেই খেলাধুলার সঙ্গে যুক্ত থাকা উচিত সকলের। মনোনিবেশ করার জন্য জীবনে নিয়ম শৃঙ্খলা খুবই জরুরি। বর্তমান যুগে নীরজ চোপড়ার মতো খেলোয়াড়দের উদাহরণ দেওয়া হয় শিশুদের। পরিবার পাশে থাকলে এই দেশের প্রতিটি ঘরে তৈরি হতে পারে নীরজ চোপড়ার মতো খেলোয়াড়।

২০১২ সালের ২৯ আগস্ট পালন করা শুরু হয় জাতীয় ক্রীড়া দিবস। খেলোয়াড়দের উৎসর্গ করা হয় এই দিনটি। মহান হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে প্রতি বছর ২৯ আগস্ট পালন করা হয় জাতীয় ক্রীড়া দিবস। প্রয়াগরাজে জন্মগ্রহণকারী ধ্যানচাঁদ দক্ষতা অর্জন করেছিলেন হকি খেলায়। ধ্যানচাঁদকে বলা হয় হকির জাদুকর। ১৯০৫ সালের ২৯ আগস্ট এলাহাবাদে জন্ম হয় মেজর ধ্যানচাঁদের। তিনি একজন সৈনিক এবং ক্রীড়াবিদ ছিলেন।

ভারতীয় হকির অন্যতম সেরা খেলোয়াড় মেজর ধ্যানচাঁদ। স্বাধীনতার আগে তিনি ব্রিটিশ সেনাবাহিনীতে ছিলেন এবং হকি খেলতেন। মেজর ধ্যানচাঁদের কারণে ১৯২৮, ১৯৩২ এবং ১৯৩৬ সালের অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিল ভারত। তৎকালীন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর শাসনকালে হকি খেলা শুরু করেছিলেন ধ্যানচাঁদ। ১৯২২ থেকে ১৯২৬ সালের মধ্যে অনেক সেনা হকি টুর্নামেন্ট এবং রেজিমেন্টাল খেলায় অংশগ্রহণ করেছিলেন তিনি।