National Press Day 2024: ভারতীয় জাতীয় প্রেস দিবস কবে? জেনে নিন জাতীয় প্রেস দিবসের ইতিহাস ও গুরুত্ব...
যেকোনও দেশের গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য রয়েছে চারটি স্তম্ভ - আইনসভা, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং সাংবাদিকতা। জনগণের কণ্ঠস্বর হিসেবেও বিবেচনা করা হয় সাংবাদিকতা, এর মাধ্যমেই ক্ষমতাসীনদের কাছে পৌঁছে যায় সাধারণ মানুষের খবর। শক্তিশালী গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরার জন্য ১৬ নভেম্বর পালন করা হয় জাতীয় প্রেস দিবস। ভারতে একটি মুক্ত এবং স্বাধীন সংবাদপত্রের গুরুত্ব তুলে ধরার জন্য প্রতি বছর পালন করা হয় এই দিনটি।
প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া একটি স্বাধীন সংস্থা, যেটি দেশের সংবাদ মাধ্যমের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাজ করে। ভারতের প্রেস কাউন্সিলের প্রতিষ্ঠার স্মরণে পালন করা হয় জাতীয় প্রেস দিবস। সারা বিশ্বে অনেকগুলি প্রেস বা মিডিয়া কাউন্সিল রয়েছে, তবে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া একটি অনন্য প্রতিষ্ঠান কারণ এটিই একমাত্র প্রতিষ্ঠান যা সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার দায়িত্বে রাষ্ট্রের উপকরণগুলির উপর কর্তৃত্ব প্রয়োগ করে। ১৯৫৬ সালে, প্রথম একটি সংস্থা তৈরি করার সিদ্ধান্ত নেয় প্রেস কমিশন, যার কাজ সাংবাদিকতার নৈতিক মূল্যবোধ বজায় রাখা।
১৯৬৬ সালের ৪ জুলাই প্রেস কাউন্সিল প্রতিষ্ঠিত হয় ভারতে এবং সম্পূর্ণরূপে কাজ শুরু করে। সেই থেকে প্রতি বছর ১৬ নভেম্বর পালন করা হয় ভারতীয় সাংবাদিকতা দিবস। এই দিন দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিকূল পরিস্থিতিতেও একজন সাংবাদিক সমাজের সঙ্গে সম্পর্কিত খবর নিয়ে আসেন, তাই সাংবাদিককে সমাজের দর্পণ বলা হয়। সাংবাদিক কোনও ভয়, বিদ্বেষ ও পক্ষপাত ছাড়াই সত্য তুলে ধরেন। এই দিনটি সংবাদপত্রের স্বাধীনতার পাশাপাশি সমাজের প্রতি গণমাধ্যমের দায়িত্বের প্রতিফলন ঘটায়।