National Chocolate Chip Day 2024: জাতীয় চকোলেট চিপ দিবস কবে? জেনে নিন এই দিনের গুরুত্ব...

জাতীয় চকোলেট চিপ দিবস হল সবাই একত্রিত হয়ে খুশি উপভোগ করে নেওয়ার একটি অজুহাত। ১৫ মে সব বয়সী ও সব শ্রেণির মানুষরা অত্যন্ত উৎসাহের সঙ্গে পালন করে এই দিনটি। এই দিনটি উৎসর্গ করা হয় চকোলেট চিপসকে, যা সাধারণত ব্যবহৃত হয় বেকিংয়ে। চকলেট চিপস দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে পালন করা হয় এই দিনটি। যেমন 'চকলেট চিপস কেক', 'চকলেট চিপস কুকিজ' এবং 'চকলেট চিপস আইসক্রিম'।

বিভিন্ন উপায়ে পালন করা যেতে পারে জাতীয় চকলেট চিপ দিবস। চলুন জেনে নেওয়া যাক এই দিনটি পালন করার কিছু সহজ উপায়।