National Brother's Day 2024: জাতীয় ভাতৃ দিবস কবে? জেনে নিন ভাতৃ দিবসের ইতিহাস...
ভাই ছোট হোক বা বড় সকলের মধ্যে থাকে ভালোবাসার অটুট বন্ধন। ভাইদের সঙ্গে বিনা দ্বিধায় মনের প্রতিটি কথা, সেটা আনন্দের হোক বা দুঃখের সব ভাগ করে নেওয়া যায়। প্রতি বছর যেমন মাতৃ দিবস, পিতৃ দিবস, ভাইবোন দিবস পালন করা হয় তেমনই পালন করা হয় ভ্রাতৃ দিবস। প্রতি বছর ২৪ মে পালন করা হয় জাতীয় ভ্রাতৃ দিবস। ভাইদের প্রতি ভালবাসা এবং স্নেহ প্রকাশ করার জন্য পালন করা হয় এই দিনটি।
ব্রাদার্স ডে প্রথম ২০০৫ সালে পালন করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামার ড্যানিয়েল রোডস, দুই ভাই শিল্পী ছিলেন। সময়ের সঙ্গে দ্রুত জনপ্রিয়তা লাভ করে ব্রাদার্স ডে, সেই থেকে প্রতি বছর ২৪ মে পালন করা হয় ব্রাদার্স ডে। ২০০৫ সালে শুরু হওয়া ব্রাদার্স ডে উদযাপনের এই ধারাবাহিকতা বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে।
বর্তমানে ভারত, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার মতো অন্যান্য দেশে খুব আনন্দের সঙ্গে পালন করা হয় ভাতৃ দিবস। ছোট থেকেই ভাইয়ের সঙ্গে বড় হওয়া, একসঙ্গে খাওয়া, খেলাধুলা করা। একসঙ্গে কাটানো অগুনতি মজার স্মৃতিকে একত্রিত করে পালন করা হয় জাতীয় ভ্রাতৃ দিবস। শৈশবের দিনগুলি মনে রাখার জন্য ভাইকে উপহার দিয়ে পালন করা যেতে পারে ভ্রাতৃ দিবসে।