Nag Panchami 2022: নাগ পঞ্চমী তিথিতে সারা দেশে পালিত হবে নাগ পঞ্চমী পুজো, শেয়ার করুন শুভেচ্ছা বার্তা Facebook, Twitter, Message- এ
আজ ( ২২শে আগস্ট২০২২,মঙ্গলবার)নাগ পঞ্চমী। নাগ পঞ্চমীর উৎসব শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয়। জ্যোতিষীদের মতে,পঞ্চমী তিথির অধিপতি হলেন নাগ দেবতা। এই দিনে সাপের পূজার তাই বিশেষ তাৎপর্য রয়েছে।নাগ পঞ্চমীতে নাগ দেবতার পূজা করা শুভ বলে মনে করা হয়। জ্যোতিষীদের মতে,রাশিফলের কাল সর্প দোষ থেকে মুক্তি পেতে নাগ পঞ্চমীতে নাগ দেবতার পূজা করা হয়। এর পাশাপাশি এই দিনে দান-ধ্যান করাও কল্যাণকর বলে বিবেচিত হয়।নাগ পঞ্চমীর পূজার শুভ সময় সকাল ৫.৪২মিনিট থেকে ৮.২৪ মিনিট পর্যন্ত। পূজার সময়কাল২ঘন্টা৪১ মিনিট।
নাগ পঞ্চমীর পুণ্যতিথিতে মহাদেবের আশীর্বাদ বর্ষিত হোক সকলের ঘরে ঘরে। সকলকে শেয়ার করুন পুজোর বার্তা। ঘরে ঘরে ছড়িয়ে পরুক নাগ পঞ্চমীর শুভেচ্ছা বার্তা।