Maghi Purnima 2023: আজ মাঘীপূর্ণিমা, প্রয়াগরাজে গঙ্গাস্নানে ভক্ত সমাগম (দেখুন সেই ছবি)

আজ ৫ ফেব্রুয়ারি, মাঘী পূর্ণিমা। সমগ্র মাঘ মাসের স্নান, দান, দান, জপ ও তপস্যার শেষ দিন এটি। প্রয়াগরাজে গঙ্গার তীরে যারা কল্পবাসি সেই হাজার-লাখ মানুষ এর জন্য এই দিনটি তাঁর কল্পবাস সিদ্ধির দিন।

Maghi Purnima in Prayagraj Photo Credit: Twitter@AHindinews

আজ ৫ ফেব্রুয়ারি, মাঘী পূর্ণিমা। সমগ্র মাঘ মাসের স্নান, দান, দান, জপ ও তপস্যার শেষ দিন এটি। প্রয়াগরাজে গঙ্গার তীরে যারা কল্পবাসি সেই হাজার-লাখ মানুষ এর জন্য এই দিনটি তাঁর কল্পবাস সিদ্ধির দিন। এই দিনে গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে শুধু গঙ্গার জল স্পর্শ করলেও একজন ব্যক্তি বৈকুণ্ঠ লোক লাভ করেন। আজ সকাল থেকেই সেই প্রয়াগরাজে 'মাঘ পূর্ণিমা' উপলক্ষে ভক্তরা গঙ্গা নদীতে স্নান করছেন তাঁর ছবি এল সামনে।

মাঘ মাসের পূর্ণিমা তিথি ৪ ফেব্রুয়ারি রাত ৯.২৯ মিনিট থেকে শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি রাত ১১.৫৮ মিনিট পর্যন্ত চলবে। তাই উদয় তিথি অনুসারে, আজ ৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে পালিত হচ্ছে মাঘী পূর্ণিমা। শাস্ত্রমতে, এই দিনে চন্দ্র দেবতা তাঁর ষোল কলা পূর্ণ হয়ে পৃথিবীতে অমৃত বর্ষণ করেন। এই দিনটি বাগদেবী অর্থাৎ সরস্বতী রূপে ললিতা মহাবিদ্যার জন্মবার্ষিকীও। এই দিনে মহান সাধক গুরু রবিদাস জন্মগ্রহণ করেন। হোলির এক মাস আগে এই পূর্ণিমায় হোলি দন্ড লাগানো হয়, তাই এটি হোলিকা দণ্ড রূপনি পূর্ণিমা নামেও পরিচিত।