Leap Day 2024 Google Doodle: ২০২৪ সাল লিপ ইয়ার, বিশেষ ডুডল তৈরি করে লিপ ডে উদযাপন করছে গুগল
মহান ব্যক্তিত্বদের জন্মদিন হোক বা কোনও বিশেষ দিন, সার্চ ইঞ্জিন গুগল সেই দিনটি উপলক্ষে তৈরি করে বিশেষ ডুডল। চার বছরে একবার দেখতে পাওয়া ২৯ ফেব্রুয়ারি নিয়ে আজ বিশেষ ডুডল তৈরি করেছে গুগল। এককথায় লিপ ডে উদযাপন করছে গুগল। আজ ২৯ ফেব্রুয়ারি, যার কারণে ২০২৪ সালকে বলা হয় লিপ ইয়ার, যা চার বছরে একবার আসে। আজকের দিনটি উদযাপন করার জন্য ডুডল তৈরি করেছে গুগল।
গুগলের তৈরি লিপ ডে ডুডলে (Leap Day Doodle), ফেব্রুয়ারির ২৯ তারিখটিকে একটি ব্যাঙের সঙ্গে তুলনা করা হয়েছে। ডুডলে ২৮ এক জায়গায় স্থির হয়ে বসে আছে, অন্যদিকে পুকুরের মতো তৈরি এই ডুডলে ব্যাঙের রূপে ২৯ লাফ দিয়ে আসছে আর চলে যাচ্ছে। ডুডলে ক্লিক করলে আজকের দিন অর্থাৎ লিপ ডে বা লিপ ইয়ার সম্পর্কিত সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে।
প্রতি ৪ বছরে বার্ষিক ক্যালেন্ডারে ১ দিন বেড়ে ৩৬৫ দিনের পরিবর্তে হয় ৩৬৬ দিন, এই বছরটিকে বলে অধিবর্ষ বা লিপ ইয়ার। সূর্যের চারদিকে ঘুরতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন এবং প্রায় ৬ ঘন্টা। এই অতিরিক্ত ৬ ঘন্টার সঙ্গে চার বছর যুক্ত করে হয় ২৪ ঘন্টা অর্থাৎ ১ দিন। তাই প্রতি ৪ বছরে এই ১ দিন যুক্ত করে পালন করা হয় লিপ ইয়ার।