Janmashtami 2021 Wishes: শ্রীকৃষ্ণের জন্মতিথিতে বন্ধু পরিজনদের শুভেচ্ছা জানান, সোশ্যাল মিডিয়ায় পাঠিয়ে দিন এই শুভেচ্ছা কার্ড
হিন্দু মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন দেশজুড়ে জন্মাষ্টমী (Janmashtami 2021) পালিত হয়৷
Janmashtami 2021 Wishes in Bengali: হিন্দু মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন দেশজুড়ে জন্মাষ্টমী (Janmashtami 2021) পালিত হয়৷ স্থান কাল ভেদে শ্রীকৃষ্ণের জন্মতিথি ভিন্ন ভিন্ন নামে পরিচিত৷ কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণজয়ন্তীও বলা হয়ে থাকে৷ মথুরা বৃন্দাবনে শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপিত হয় ধুমধামের সঙ্গে৷ দেশবিদেশ থেকে বহু পুণ্যার্থী এসময় কৃষ্ণধামে ভিড় করেন৷ এককথায় কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে মেতে থাকে সমগ্র উত্তর ভারত৷ যদিও দেশজুড়ে যথেষ্ট সমারোহের সঙ্গে শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবসটি পালিত হয়৷
এই উৎসবের দিন লাড্ডু, নাড়ু, মালপোয়া, তালের বড়া বানিয়ে ভগবান শ্রী কৃষ্ণকে নিবেদন করা হয়। করোনাকালে লোকসমাগমে ছেদ পড়লেও গৃহস্থের ঘরে শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপনে কোনও ভাটা পড়েনি৷ জন্মাষ্টমী উপলক্ষে লেটেস্টলি বাংলা (LatestLY Bangla) নিয়ে এসেছে শুভেচ্ছাপত্র। আপনার বন্ধুবান্ধব, পরিবার ও আত্মীয়স্বজনদের সঙ্গে এই শুভেচ্ছাপত্র গুলি শেয়ার করুন।
Messages: শুভ জন্মাষ্টমী ২০২১
Messages: শুভ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা
Messages: শুভ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা