Independence Day Office Decoration Ideas: তিরঙ্গা বেলুন থেকে তিরঙ্গা এলইডি লাইট, জেনে নিন স্বাধীনতা দিবস উপলক্ষে অফিস সজ্জার আইডিয়া...

Credit: YouTube

প্রতি বছর ১৫ আগস্ট পালন করা হয় ভারতীয় স্বাধীনতা দিবস। ২০২৪ সালে ৭৮তম স্বাধীনতার দিবস পালন করা হবে ভারতে। বর্তমান যুগে মানুষের জীবনে দুটি জায়গা খুবই গুরুত্বপূর্ণ। এক বাড়ি, দুই স্কুল কলেজের পর অফিস, তাই এই উৎসবগুলিও আমরা স্কুল কলেজ জীবনের পর উদযাপন করি অফিসে। স্বাধীনতা দিবসে গোটা দেশ সেজে ওঠে কমলা, সাদা এবং সবুজ রঙে। স্বাধীনতা দিবস উপলক্ষে আপনিও সাজিয়ে তুলতে পারেন আপনার বাড়ি ও অফিস। চলুন জেনে নেওয়া যাক স্বাধীনতা দিবস উপলক্ষে অফিস সজ্জার আইডিয়া।

তিরঙ্গা বেলুন 

বেলুন সজ্জা খুব সাধারণ, যেকোনও অনুষ্ঠান এবং উৎসবকে আকর্ষণীয় করে তোলার জন্য ব্যবহার করা হয় বেলুন। অফিসকেও পতাকার ত্রিবর্ণের বেলুন ব্যবহার করে সুন্দর করে সাজানো যেতে পারে এদিন।

তেরঙা LED লাইট 

বাজারে খুব সহজে পাওয়া যায় তেরঙা LED লাইট। স্বাধীনতা দিবস উপলক্ষে অফিসের ওয়ার্কস্টেশনগুলিকে উজ্জ্বল করতে ব্যবহার করা যেতে পারে তেরঙা LED লাইট।

তেরঙা রঙ্গোলি

স্বাধীনতা দিবস উপলক্ষে অফিসে তৈরি করা যেতে পারে একটি সুন্দর ত্রিবর্ণের রঙ্গোলি। এর ফলে অফিস প্রবেশদ্বারটি বুঝিয়ে দেবে সেই দিনটির গুরুত্ব।