Happy Valentine's Day 2022 Wishes: ভালবাসা দিবসে মনের মানুষকে প্রেমের আবেশে রাখতে শেয়ার করুন এই শুভেচ্ছা
ভালবাসার সপ্তাহের সব থেকে স্পেশাল দিন হল এই ভ্যালেন্টাইন্স ডে। ভালবাসা দিবস (Happy Valentine's Day 2022)।
Happy Valentine’s Day 2022 Wishes In Bengali: ভালবাসার সপ্তাহের সব থেকে স্পেশাল দিন হল এই ভ্যালেন্টাইন্স ডে। ভালবাসা দিবস (Happy Valentine's Day 2022)। এই দিনে মনের মানুষ অর্থাৎ আপনার ভ্যালেন্টাইনকে উজাড় করে দিন সবকিছু। ‘পাগলি তোর সাথে কাটাবো বন্য জীবন' কিংবা 'আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো।' কত প্রেমের নিবেদন হবে। কত মালির বাগান খালি হয়ে গোলাপ আদানপ্রদান হবে প্রেমিক প্রেমিকার মধ্যে। বছরের বাকি দিনগুলি ঝগড়াঝাটি, মুখ ভার, ভুল বোঝাবুঝি হয়ে থাকলেও এই সাতটি দিন ওসব এড়িয়েই যাবেন কপোত-কপোতীরা। আর আজ এই ভালবাসার সপ্তাহের শেষ দিন। উইশ করুন নিজের প্রিয়জনকে, সঙ্গে থাকুক LatestLY বাংলার শুভেচ্ছা পত্র।