Happy Ram Navami 2023 Wishes In Bengali: রাত পেরোলেই রামনবমী,উৎসবের উপলক্ষ্যে প্রিয়জনকে পাঠান অগ্রিম শুভেচ্ছা বার্তা
সনাতন ধর্মে বহু দেব-দেবীর আরাধনা করা হয়। যাঁদের প্রত্যেকেরই নিজস্ব বিশেষ স্থান রয়েছে। মর্যাদা পুরুষোত্তম নামে প্রসিদ্ধ ভগবান রামের আরাধনার জন্য সেরা দিন হল রামনবমী, এমনটাই বিশ্বাস করা হয়।
সনাতন ধর্মে বহু দেব-দেবীর আরাধনা করা হয়। যাঁদের প্রত্যেকেরই নিজস্ব বিশেষ স্থান রয়েছে। মর্যাদা পুরুষোত্তম নামে প্রসিদ্ধ ভগবান রামের আরাধনার জন্য সেরা দিন হল রামনবমী, এমনটাই বিশ্বাস করা হয়। আসলে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই রামনবমীতে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীরামচন্দ্র।হিন্দু পঞ্জিকা অনুসারে, চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রাম নবমী পালন করা হয়। চলতি বছরে রামনবমী পালিত হতে চলেছে আগামী ৩০ মার্চ তারিখে।
এই শুভদিনটিকে উদযাপন করার জন্য আপনার বন্ধুবান্ধব, পরিবার, আত্মীয়স্বজনের মধ্যে আনন্দ ভাগ করে নেওয়ার জন্য লেটেস্টলি (LatestLY) নিয়ে এসেছে অসাধারণ কিছু স্টিকার ও ওয়ালপেপার। এগুলি শেয়ার করে শুভেচ্ছা বিনিময় নিন প্রিয়জনদের সঙ্গে।