Happy Propose Day 2022 Wishes: প্রোপোজ’ডে তে প্রেম নিবেদন! মনের মানুষকে শেয়ার করুন এই শুভেচ্ছা
“প্রেমেরও ফাঁদ পাতা ভূবনে/ কে কোথা ধরা পড়ে কে জানে”। কবিগুরুর এই বিখ্যাত গান সবসময়ই প্রাসঙ্গিক।আসলে তিনি মানুষটিই যে কখনও পুরোনো হন না।
Happy Propose Day 2022 Wishes In Bengali: “প্রেমেরও ফাঁদ পাতা ভূবনে/ কে কোথা ধরা পড়ে কে জানে”। কবিগুরুর এই বিখ্যাত গান সবসময়ই প্রাসঙ্গিক।আসলে তিনি মানুষটিই যে কখনও পুরোনো হন না। প্রেম নিবেদনের ভাষা যদি তাঁর লেখনি থেকে ধার নিই, তাহলে সে প্রেম সফল হবেই। আর প্রোপোজ’ডে (Propose Day 2022 Wishes) তে কবির উপরে ভরসা রাখতেই হয়। এই বিশেষ দিনে রবিবাবুর লেখনির সূত্রেই প্রেম নিবেদনের প্রথম পর্যায় শুরু করুন। মনের মানুষকে পাঠিয়ে দিন LatestLY বাংলার শুভেচ্ছা বার্তা।