Happy Maha Panchami 2024: শুভ মহাপঞ্চমী! উৎসবের আলোয় ধুয়ে যাক যা কিছু অশুভ, শেয়ার করুন শুভেচ্ছা বার্তা

আজ মহা পঞ্চমী। মা আসছেন, সঙ্গে নিয়ে আসছেন চার ছেলেমেয়ে আর মহিষাসুরকে। কাশফুলের দোলায়, নদীর জোয়ার ভাঁটায়, মণ্ডপ থেকে মণ্ডপে চোখ থেকে চোখে চকিতে বিদ্যুৎ বিনিময়ে বোধন হয়ে গিয়েছে উৎসবের। রাজপথে নতুন জামার গন্ধ নিয়ে বেরিয়ে পড়েছে তারুণ্য। আগামী ৬টা দিন সবকিছু ভুলে থাকার, ভুলিয়ে রাখার। শুভ হোক মহাপঞ্চমী। প্রত্যেকের জন্য রইল উৎসবের শুভেচ্ছা।



@endif