Navratri 2023: নবরাত্রির আগে গুজরাটের ঐতিহ্যবাহী নৃত্য গারবা অনুশীলন, দেখুন ভিডিও
নবরাত্রির শুরুর আগে গুজরাটের ঐতিহ্যবাহী নৃত্য গারবা (Garba) অনুশীলন চলছে।
গুজরাট: নবরাত্রি শুরু হতে হাতেগোনা মাত্র আর কয়েকটি দিন। নবরাত্রি হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব। এটি বছরে দুবার পালিত হয়। বছরের প্রথম নবরাত্রি (Navratri) উদযান হয় মার্চ-এপ্রিল মাসে, এটি চৈত্র নবরাত্রি বা বসন্ত নবরাত্রি নামে পরিচিত। দ্বিতীয় নবরাত্রি সেপ্টেম্বর-অক্টোবর মাসে পড়ে, এটিকে শারদ নবরাত্রি বলা হয়। নয় দিনব্যাপী উৎসব এই সময়ে দেবী দুর্গার নয়টি অবতারকে উৎসর্গ করা হয়। এটি দেশের বেশিরভাগ অঞ্চলে অত্যন্ত উৎসাহ ও ভক্তির সঙ্গে পালন হয়। এই বছর শারদীয়া নবরাত্রি শুরু হচ্ছে ১৫ অক্টোবর, শেষ হবে ২৪ অক্টোবর। নবরাত্রির জন্য সুরাটে এখন থেকেই শুরু হয়েছে ঐতিহ্যবাহী নৃত্য গারবা (Garba) অনুশীলন।
দেখুন ভিডিও