Ganesh Chaturthi Wishes In Bengali 2023: গণেশ চতুর্থীর শুভক্ষণে সকলকে জানান শুভেচ্ছা, রইল সেরা শুভেচ্ছা বার্তার হদিশ লেটেস্টলি বাংলায়
সনাতন ধর্মে ভগবান গণেশের গুরুত্ব অনেক। শিব ও পার্বতী পুত্র গণেশকে, হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা মনে করা হয়।ভাদ্রপদ মাসের চতুর্থী তিথির শুক্লপক্ষে সাধারণত পালিত হয় এই উৎসব
হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, গণেশ উত্সব (Ganesh Utsab 2023) পালিত হবে আজ (১৯ সেপ্টেম্বর) আর সেই কারণেই সারা দেশজুড়ে এখন সাজ সাজ রব। ১৯ সেপ্টেম্বর থেকে আগামী ১০ দিন ধরে বাড়ি বা মণ্ডপে মণ্ডপে গণেশ মূর্তি স্থাপনা (Ganesh Idol Stapana) করে ভক্তিভরে গণেশপুজো করা হবে। পঞ্চাঙ্গ অনুসারে, ভাদ্রমাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থীর উত্সব পালন করা হবে। এ বছর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এই পবিত্র উত্সব।
বিশেষত পশ্চিম ও মধ্য ভারতের মহারাষ্ট্র, গুজরাত, উত্তর প্রদেশে এই উৎসব হয় খুবই ধুমধাম করে৷ তবে পিছিয়ে নেই বাঙলাও। গত বছর থেকে কলকাতা সহ জেলাগুলিতে দেখা গেছে গণেশ পুজোর রমরমা। তবে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেড়ানোর আগে পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনদের শুভেচ্ছা জানান লেটেস্টলি বাংলার (LatestLy Bangla) সচিত্র এই শুভেচ্ছা বার্তা দিয়ে।
Tags
2023 Ganesh Chaturthi
Ganesh Chaturthi
Ganesh Chaturthi 2023
Ganesh Chaturthi 2023 Celebrations
Ganesh Chaturthi 2023 Wishes
Ganesh Chaturthi celebration
Ganesh Chaturthi Image Quote
Ganeshotsav
Ganeshotsav 2023
গণেশ চতুর্থী
গণেশ চতুর্থী ২০২৩
গণেশ চতুর্থী উদযাপন
গণেশ চতুর্থীর মাহাত্ম্য
গণেশ চতুর্থীর শুভেচ্ছা
শুভ গণেশ চতুর্থী
শুভ গণেশ চতুর্থী উৎসব