Durga Puja Wishes By Celebrities: শুরু দুর্গোৎসব, দেখে নিন দেবোলিনা ও সায়ন্তনীর মতো সেলিব্রিটিদের শুভেচ্ছা বার্তার ভিডিও..
নতুন বছর শুরু হতেই বাঙালিরা অপেক্ষা করে দুর্গোৎসবের। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো, পশ্চিমবঙ্গের পাশাপাশি গোটা বিশ্বের বাঙালি জাঁকজমকপূর্ণভাবে পালন করে এই উৎসব। শুরু হয়ে গিয়েছে ২০২৪ সালের দুর্গোৎসব। উৎসবের দিনগুলিতে একে অপরকে শুভেচ্ছা জানান সকলেই এবং সোশ্যাল মিডিয়া শুভেচ্ছা জানানোর সহজ মাধ্যম। শুভেচ্ছা জানানোর বিষয়ে পিছিয়ে নেই সেলিব্রেটিরাও। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে ভার্চুয়ালি শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন সেলিব্রেটিরা।
ফেয়ারফিল্ড বাই ম্যারিয়ট, মুম্বাই ইন্টারন্যাশনাল বিমানবন্দরে আয়োজন করেছে 'বাংলার স্বাদ'। এই ফুড ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন দেবোলিনা ভট্টাচার্য, সায়ন্তনী ঘোষ, সুপ্রিয়া মুখোপাধ্যায়ের মতো সেলিব্রিটিরা। এই ফুড ফেস্টিভ্যাল থেকে শারদীয়ার শুভেচ্ছা জানান তারা। চলুন দেখে নেওয়া যাক সেলিব্রিটিদের শারদীয়ার শুভেচ্ছা বার্তার ভিডিও...