Durga Puja 2020 Date: আসছে বছর আবার হবে, জানুন ২০২০ দুর্গাপুজো কবে, নির্ঘন্ট-তারিখ
আর দু' টো মাস পরেই শুরু হবে নতুন বছর ২০২০। ক্যালেন্ডার পেলেই বাঙালির চোখ সবার আগে খোঁজে দুর্গাপুজোর তারিখ। এক সপ্তাহ নয়, আগামী বছর মহালয়ার (Mahalaya) একমাস পর অনুষ্ঠিত হবে দুর্গাপুজো (Durga Puja)। যা কিনা শারদোৎসবের ইতিহাসে বিরল৷ এমনিতে মহালয়ার ছ’দিন পর মহাষষ্ঠীতে (Maha Sasthi) হয় দেবীর বোধন (Bodhan)৷ সেই ভাবেই বাঙালি পুজোর প্রস্তুতি নেয়৷ এবছরও মহালয়ার আগের দিন থেকে কলকাতায় (Kolkata) পুজোর উদ্বোধন শুরু হয়েছে৷ কিন্তু সামনের বছর মহালয়ার ৩৫ দিন পর হবে দুর্গাপুজো৷ ২০২০ সালে মহালয়া ১৭ সেপ্টেম্বর৷ আর দেবীর বোধন অর্থাৎ মহাষষ্ঠী ২২ অক্টোবর৷
আর দু' টো মাস পরেই শুরু হবে নতুন বছর ২০২০। ক্যালেন্ডার পেলেই বাঙালির চোখ সবার আগে খোঁজে দুর্গাপুজোর তারিখ। এক সপ্তাহ নয়, আগামী বছর মহালয়ার (Mahalaya) একমাস পর অনুষ্ঠিত হবে দুর্গাপুজো (Durga Puja)। যা কিনা শারদোৎসবের ইতিহাসে বিরল৷ এমনিতে মহালয়ার ছ’দিন পর মহাষষ্ঠীতে (Maha Sasthi) হয় দেবীর বোধন (Bodhan)৷ সেই ভাবেই বাঙালি পুজোর প্রস্তুতি নেয়৷
এবছরও মহালয়ার আগের দিন থেকে কলকাতায় (Kolkata) পুজোর উদ্বোধন শুরু হয়েছে৷ কিন্তু সামনের বছর মহালয়ার ৩৫ দিন পর হবে দুর্গাপুজো৷ ২০২০ সালে মহালয়া ১৭ সেপ্টেম্বর৷ আর দেবীর বোধন অর্থাৎ মহাষষ্ঠী ২২ অক্টোবর৷ পুরোহিতদের দাবি অনুযায়ী দু’টি অমাবস্যা পড়ায় মল মাস হয়ে যাবে ১৪২৭ বঙ্গাব্দের আশ্বিন মাস৷ তাই আগামী বছর পুজো শরতে নয়, হবে কার্তিকে। আরও পড়ুন, এক সপ্তাহ নয়, ২০২০তে মহালয়ার একমাস পর দুর্গাপুজো!
৩৮০ দিনের অপেক্ষার পর আসবে এবারের দুর্গাপুজো। একনজরে দেখে নেওয়া যাক আগামী বছরের পুজোর নির্ঘণ্ট। কবে কোন সময়ে পড়েছে ২০২০ সালের দুর্গাপুজো?
- পঞ্চমী- আগামী ২১ অক্টোবর ২০২০ অর্থাৎ ৪ ঠা কার্তিক ১৪২৭। বুধবার।
- ষষ্ঠী- ২২ অক্টোবর ২০২০ অর্থাৎ বাংলা মাসের ৫ তারিখ ১৪২৭। বৃহস্পতিবার।
- সপ্তমী- ২৩ অক্টোবর ২০২০ অর্থাৎ ৬ ই কার্তিক ১৪২৭। শুক্রবার।
- অষ্টমী- ২৪ অক্টোবর ২০২০ অর্থাৎ ৭ ই কার্তিক ১৪২৭, শনিবার মহাষ্টমী। সেদিনই থাকছে কুমারী পূজা থেকে সন্ধিপূজার তিথি।
- নবমী- ২৫ অক্টোবর ২০২০ অর্থাৎ কার্তিক মাসের ৮ তারিখ ১৪২৭। রবিবার। নবমীর হোম ও বলিদান হবে এই দিন।
- দশমী- ২৬ অক্টোবর ২০২০। বিজয়া দশমী, সোমবার। বাংলা তারিখের ৯ ই কার্তিক পালিত হবে দশমী।
উল্লেখ্য, আগামী বছরের দুর্গাপুজো ইতিহাসে বিরল হলেও নজিরবিহীন নয়। কারণ ইতিহাস বলছে এর আগে ১৯৮২ সালেও এমনটা ঘটেছে। এই বছর অর্থাৎ ২০১৯ সালের মহালয়া অনুষ্ঠিত হয়েছে ২৮ সেপ্টেম্বর। আজ বিজয়া দশমী। সকলের মনে বিষাদের সুর। ঢাকে বিদায়ের বোল। মিষ্টিমুখ, কোলাকুলির মধ্যে দিয়ে হবে বিজয়া দশমী।