Durga Puja 2023: জি বাংলার পর্দায় এবার মহালয়ার থিম 'নবপত্রিকায় দেবীবরণ', দুর্গার নয় রূপে দেখা যাবে ন'জন অভিনেত্রীকে
পিতৃপক্ষের অবসান ঘটিয়ে ধরাধামে অবতীর্ণ হবেন মহামায়া। আগামী ১৪ অক্টোবর মহালয়া, আর মহালয়া বললেই, ছোট থেকে বড় সকলেই নস্ট্যালজিক হয়ে পড়েন রেডিয়ো বা টেলিভিশনের পর্দায় মহিষাসুরমর্দিনী নিয়ে ৷
পিতৃপক্ষের অবসান ঘটিয়ে ধরাধামে অবতীর্ণ হবেন মহামায়া। আগামী ১৪ অক্টোবর মহালয়া, আর মহালয়া বললেই, ছোট থেকে বড় সকলেই নস্ট্যালজিক হয়ে পড়েন রেডিয়ো বা টেলিভিশনের পর্দায় মহিষাসুরমর্দিনী নিয়ে ৷ সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে সেই রূপ ৷ তবে এবার একটু অন্যরকম মহালয়ার সাক্ষী হতে চলেছে জি বাংলার দর্শকরা। জি বাংলার পর্দায় এবার মহালয়ার থিম 'নবপত্রিকায় দেবীবরণ'।
নবপত্রিকায় দেবীর নয় রূপের গাথা নিয়ে জি (Zee Bangla) বাংলার পর্দায় আগামী ১৪ই অক্টোবর মহালয়ার পুণ্যপ্রভাতে ঘরে ঘরে পৌঁছে যাবেন সিরিয়ালের একাধিক প্রিয় তারকারা ৷ মা দুর্গার নয় রূপে দেখা যাবে জি বাংলার ন'জন অভিনেত্রীকে। ইতিমধ্যেই চ্যানেলের তরফে সামনে আনা হয়েছে নায়িকাদের দেবী চরিত্রের রূপ ৷ চারটি রূপে হাজির হবেন দিতিপ্রিয়া রায় ৷ পার্বতী, মহালক্ষ্মী, মহাসরস্বতী ও মহাকালী রূপে দেখা যাবে তাঁকে ৷ মহাদেবের রূপে থাকছেন অভিষেক বসু ৷
দেখুন সেই অনুষ্ঠানের টিজার-