Subho Maha Saptami 2021 Wishes: কাল সপ্তমী, মণ্ডপে যাওয়ার আগে বন্ধু পরিজনকে WhatsApp, Facebook, Messenger-এ শেয়ার করুন এই শুভেচ্ছা
অতিমারীর ভয়াবহতাকে অনেকটাই কাটিয়ে উঠেছে পৃথিবী৷ তবে বিপদ এখনও ওঁত পেতে আছে৷ এরই মাঝে সেই বিপদকে পরাভূত করতে মা এসেছেন৷
Subho Maha Saptami 2021 Wishes In Bengali: অতিমারীর ভয়াবহতাকে অনেকটাই কাটিয়ে উঠেছে পৃথিবী৷ তবে বিপদ এখনও ওঁত পেতে আছে৷ এরই মাঝে সেই বিপদকে পরাভূত করতে মা এসেছেন৷ দুর্গাপুজো বলে কথা, সাজগোজ খাওয়াদাওয়া হইচই সবই হবে, তবে কোভিড বিধি মেনে৷ আজ সপ্তমী, কলাবউ স্নান হয়েছে৷ নতুন পোশাক পরে পাড়ার মণ্ডপে আড্ডা দিতে যাওয়ার আগে বন্ধু পরিজনকে WhatsApp, Facebook, Messenger-এ শেয়ার করুন LatestLY-বাংলার এই শুভেচ্ছা বার্তা৷ ভার্চুয়ালি শুরু মহা সপ্তমীর উদযাপন৷
Messages: ঢাকের তালে কাশের মেলা/ আনন্দে কাটুক শারদবেলা
Messages: করোনাসুরকে পরাভূত করে মায়ের আগমনে জাগরিত হোক ধরা, শুভ সপ্তমী
Messages: সপ্তমী মানে অপেক্ষা শেষ, মনজুড়ে পুজোর আবেশ