Durga Puja 2021: আগামী বছর দুর্গাপুজো কবে? জেনে নিন দুর্গোৎসব ২০২১ এর নির্ঘণ্ট

উমা বিদায় নিয়েছে কৈলাসের পথে। করোনা মহামারীর কারণে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গোৎসবে ভাঁটা পড়েছিল বেশ খানিকটাই। তাই বাঙালিরা জোর গলায় বলছেন,'আসছে বছর জমিয়ে হবে'। এবারের উৎসবে একেবারেই হুল্লোড় করতে পারেনি উৎসবপ্রিয় বাঙালি। এই অপেক্ষা পরের বছরের। তাই উমা বিদায়ের পরই আগামী বছরের দুর্গাপুজা কবে তা জানতে উৎসুক সকলেই।

দুর্গাপুজো (Picture Credits: Wikimedia Commons)

Durga Puja 2021 Dates: এবছরের মত শেষ দুর্গাপুজো। আরও একবছরের দীর্ঘ অপেক্ষার পর মা আসবেন ঘরে। করোনা মহামারীর কারণে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গোৎসবে ভাটা পড়েছিল বেশ খানিকটাই। এবারের উৎসবে একেবারেই হুল্লোড় করতে পারেনি উৎসবপ্রিয় বাঙালি। অপেক্ষা পরের বছরের। তাই উমা বিদায়ের পরই আগামী বছরের দুর্গাপুজা কবে তা জানতে উৎসুক সকলেই।

আগামী বছর অক্টোবরের ১১ তারিখ শুরু হচ্ছে দুর্গাপুজো (Durga Puja 2021)। এবছরের  মত আর ১ মাসের অপেক্ষা নয়, মহালয়া (Mahalaya) ৬ অক্টোবর,বুধবার।

১০ অক্টোবর, রবিবার- পঞ্চমী (Panchami)

১১ অক্টোবর, সোমবার- মহাষষ্ঠী (Maha Sasthi)

১২ অক্টোবর, মঙ্গলবার- মহাসপ্তমী (Maha Saptami)

১৩ অক্টোবর, বুধবার- মহাষ্টমী (Maha Ashtami)

১৪ অক্টোবর, বৃহস্পতিবার- মহানবমী (Maha Nabami)

১৫ অক্টোবর, শুক্রবার- বিজয়াদশমী (Vijaya Dashami)

আরও পড়ুন, অ্যাম্বুলেন্সের মাথায় শুয়ে রাবণ, আবার কখনও ভাঙড়া নাচছেন লঙ্কার রাজা; ভাইরাল ভিডিও

রাজ্যবাসীর মুখে এখন একটাই কথা- দেশকে করোনা মুক্ত করে মা আবার এসো৷ 'আসছে বছর জমিয়ে হবে'। গোটা রাজ্যবাসী তো বটেই গোটা দেশের বাঙালিরা আপেক্ষায় পরের বছরের৷ মাস্ককে বাইবাই করে মাস্কহীন দুর্গাপুজো কাটানোর অপেক্ষায়  বাঙালি। নতুন ক্যালেন্ডার হাতে পাওয়ার আগে তাই পরের বছরের প্ল্যানও শুরু করে ফেলেছে অনেকেই ।