Monalisa Sexy Look: মিনি স্কার্টে কোমর দুলিয়ে নাচ সেক্সি ঝুমা বৌদির, উত্তপ্ত নেটদুনিয়া...

Credit: Instagram

ভোজপুরি জনপ্রিয় অভিনেত্রী মোনালিসার আসল নাম অন্তরা বিশ্বাস। বিনোদন জগতের জন্য অন্তরা নিজের নাম পরিবর্তন করে রেখেছেন মোনালিসা এবং ঝুমা বৌদি নামেও খুবই জনপ্রিয় তিনি। ভোজপুরি চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয় হওয়ার পর হিন্দি রিয়ালিটি শো এবং সিরিয়ালেও কাজ করেছেন মোনালিসা। নিজের কাজ দেখিয়ে ভোজপুরি দর্শকদের পাশাপাশি হিন্দি দর্শকদেরও মুগ্ধ করেছেন মোনালিসা।

বিনোদন জগতের পাশাপাশি নেট দুনিয়াতেও খুবই জনপ্রিয় ঝুমা বৌদি। সোশ্যাল মিডিয়ায় কয়েক মিলিয়ন ফলোয়ার্স রয়েছে মোনালিসার এবং তাদের জন্য নিয়মিত অ্যাক্টিভ থাকেন ঝুমা বৌদি। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনের বিভিন্ন মুহুর্তের ভিডিও বা রিল এবং নতুন নতুন লুকের ছবি শেয়ার করেন মোনালিসা এবং ঝুমা বৌদির প্রশংসায় প্রতিটি পোস্টের কমেন্ট বক্স ভরিয়ে দেয় তার ভক্তরা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আধুনিক লুকে কোমর দুলিয়ে নাচের রিল পোস্ট করেছেন মোনালিসা বা ঝুমা বৌদি। ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে নীল মিনি স্কার্ট এবং সাদা ক্রপ টপ পরেছেন তিনি। আধুনিক পোশাক এবং খোলা চুলে কোমর দুলিয়ে নাচের ভিডিওতে সেক্সি দেখাচ্ছে মোনালিসাকে। ভিডিওতে খুব আনন্দের সঙ্গে নাচ করতে দেখা যায় তাকে। মোনালিসার সেক্সি নাচের রিল খুব পছন্দ করেছে নেটিজেনরা।



@endif