
নতুন ভিডিও পোষ্ট করলেন বাংলাদেশের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও ইউটিউবার জন্নাত তোহা। প্রকৃতির মাঝে অনবদ্য লুক। লাল-সাদা সালোয়ার কামিজে যেন এক কথায় রূপকথার কন্যার মতো লাগছে। তার ইনস্টাগ্রামে পোস্ট করার পর থেকেই ঝড় তুলেছে ভিউ এবং লাইক-কমেন্টে।
একটি গোপন এম এম এস প্রকাশ্যে আসার পর থেকেই জনপ্রিয়তা ও পরিচিতি পেয়েছেন জন্নাত তোহা। স্টাইল ও ফ্যাশন সেন্স সবসময়ই ফলোয়ারদের কাছে অনুপ্রেরণা। এই ভিডিও তার ব্যতিক্রম নয়। ভিডিওতে দেখা যায়, তিনি গাছপালায় ঘেরা এক খোলা জায়গায় বসে আছেন, ক্যামেরার দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিচ্ছেন। তার পোশাকের রঙ ও পরিবেশের সঙ্গে মিল রেখে ভিডিওটি নজর কেড়েছে ভক্তদের। ভিডিওর ওপরে লেখা “Follow me please”। তার সাবলীল ভঙ্গিমা, ক্যামেরার সামনে আত্মবিশ্বাস, এক্সপ্রেশন নেট দুনিয়ায় আলোড়ন ফেলেছে।