Georgina Rodriguez Looks Hot: হট সামার লুকে একদম তৈরি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রডরিগেজ

ট্রেন্ডি ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন পর্তুগিজ ফুটবলের সেনসেশন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রডরিগেজ (Georgina Rodriguez)৷ বিশ্বের নামকরা মডেলদের অন্যতম হলেন জর্জিনা৷

জর্জিনা রডরিগেজ (Photo Credits: Instagram)

ট্রেন্ডি ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন পর্তুগিজ ফুটবলের সেনসেশন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রডরিগেজ (Georgina Rodriguez)৷ বিশ্বের নামকরা মডেলদের অন্যতম হলেন জর্জিনা৷ একেবারে নিখাদ ফ্যাশানিয়েস্তা বলতে যা বোঝায় জর্জিনা ঠিক তাইই৷ ২৭ বছরের তন্বী সুন্দরী খুব ভাল করে জানেন কোন পোশাককে ঠিক কীভাবে ক্যারি করলে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা যায়৷ কেতাদুরস্ত পোশাক হোক বা সুইম স্যুট, জর্জিনা জানেন যেকোনও আউটফিটেই কীভাবে হট হয়ে ওঠা যায়৷ এমন হাইফাই মডেলের ইনস্টাগ্রামে ২৪ মিলিয়ন অনুরাগী থাকবে এটাই তো স্বাভাবিক৷ অনুরাগীদের আকর্ষণ ধরে রাখতে তাই সময় পেলেই নজরকাড়া ছবি শেয়ার করেন ইনস্টা প্রোফাইলে৷

সম্প্রতি জর্জিনা তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটা সুন্দর ছবি শেয়ার করেছেন৷ এই ছবিতে তাঁকে সেক্সি বডিকন পরে আছেন জর্জিনা৷ এই ছবিতেই ইনস্টা কাঁপিয়ে দিয়েছেন তিনি৷ মাথায় প্রিন্টেড বান্দানা, সঙ্গে নীল রঙের লাক্সারি হ্যান্ডব্যাগ৷ এবং ট্রেন্ডি কিছু গয়নাও পরেছেন তিনি৷ পায়ে সাদা রঙের স্পোর্টস শু আলাদাভাবে নজর কেড়ে নিয়েছে৷ ছবি শেয়ার করে জর্জিনা লিখেছেন, গ্রীষ্মের জন্য তৈরি৷ একেবারে গরমের লুকস কেমন হবে তা ঠিক করে দিয়েছেন তিনি৷ ছবিতে প্রাইভেট জেটও দেখা যাচ্ছে৷  আরও পড়ুন-Andre Agassi With Steffi Graf: স্ত্রী স্টেফি গ্রাপের সঙ্গে ফ্রেম শেয়ার আন্দ্রে আগাসির (দেখুন ছবি)

 

View this post on Instagram

 

A post shared by Georgina Rodríguez (@georginagio)

প্রিয় মডেলকে এমন ছবিতে দেখে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের কমেন্ট উপচে পড়েছে৷ কিছুদিন আগে ফ্রান্সের বিরুদ্ধে স্টার জুভেন্তাস ফরওয়ার্ডের রেকর্ডের উদযাপন করেন জর্জিনা৷ তাঁর সঙ্গে ছিল জুনিয়ার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ ইউরো কাপ নিয়ে ব্যস্ত রোনাল্ডা৷ আর জর্জিনা তাঁর আসন্ন নেটফ্লিক্সের তথ্যচিত্রের শুটিং নিয়ে ব্যস্ত৷ নিজের ভ্রমণের কিছু ছবিও শেয়ার করেছেন তিনি৷



@endif