Durga Puja 2021: দেবীর দোলায় গমন, সিদূঁরে রাঙিয়ে, মিষ্টিমুখ করিয়ে দশমীতে উমার কৈলাশ যাত্রায় চোখে জল বাঙালির
শ্রীচণ্ডীর কাহিনী অনুযায়ী থিত আছে, দশমীর দিনই মহিষাসুরকে বধ করেছিলেন দুর্গা। মহিষাসুর বধের সেই বিজয় উৎসবকে মাথায় রেখেই পালন করা হয় দশমীর রীতি।
৫ দিনের উৎসবের শেষ পর্ব বৃহস্পতিবার। অর্থাৎ বৃৃহস্পতিবারই দুর্গোৎসবের শেষলগ্ন। এইদিন ঘরের উমা আবার ফিরে যাবেন কৈলাশে তাঁর স্বামীর ঘরে। তাইতো ঘরের মেয়ে উমাকে বিদায় জানাতে, প্রত্যেকবার চোখের জলে মন ভারাক্রান্ত হয়ে যায় আপামর বাঙালির।
শ্রীচণ্ডীর কাহিনী অনুযায়ী কথিত আছে, দশমীর (Vijaya Dashami) দিনই মহিষাসুরকে বধ করেছিলেন দুর্গা। মহিষাসুর বধের সেই বিজয় উৎসবকে মাথায় রেখেই পালন করা হয় দশমীর রীতি। নারী শক্তির এই জয়ের উৎসবকেই বিজয়া হিসেবে পালন করা হয়। পাশাপাশি দশমীর দিনই উমা বাপের ঘর ছেড়ে কৈলাশে পাড়ি দেন। সেই তিথিকেও বলা হয় বিজয়া দশমীরূপে।
আরও পড়ুন: Durga Puja 2021: পুজোয় যশের সঙ্গে ঢাক বাজালেন নুসরত
এবার দেবীর (Durga Puja) গমন দোলায়। দুর্গোৎসবের শেষলগ্নে দেবী দোলায় চেপে কৈলাশে ফিরে যাবেন। তাইতো, দেবীকে সিদূঁরে রাঙিয়ে, মিষ্টি মুখ করিয়ে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে। কৈলাশে পাঠানোর আগে পরেরবারের জন্য মা দুর্গাকে আমন্ত্রণ জানিয়ে, তাঁকে বিদায় জানানো হয়। সবকিছু মিলিয়ে দশমীর দিন মনে বিষাদের সুর বাজলেো, একে অপরকে কোলাকুলি করে, ভালবাসা জানিয়ে উৎসবের শেষ লগ্নে হাজির হয় বাঙালি। প্রসঙ্গত এ বছর বৃহস্পতিবার রাত ৮টা ৯ মিনিটে দশমী পুজো শুরু।