Durga Puja 2019: শ্রীভূমির পুজোর উদ্বোধনে আসছেন ক্রিকেট তারকা মিতালি রাজ এবং ঝুলন গোস্বামী; বাকি পুজোগুলির উদ্বোধনে কে কে আসছেন! জেনে নিন..
বলি তারকা (Bollywood star) মাধুরী দীক্ষিতের (Madhuri Dikshit) আসার কথা থাকলেও, তাঁর পরিবর্তে শ্রীভূমির (Shreebhumi) পুজোয় আসছেন বিশ্ববরেণ্য ব্য়াডমিন্টন তারকা পি ভি সিন্ধু (P V Sindhu)। সেই সঙ্গেই ওই পুজোর উদ্বোধনে (Inauguration) আসছেন জনপ্রিয় ক্রিকেট তারকা (Cricket Star) তথা ভারতীয় মহিলা ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক মিতালি রাজ (Mithali Raj) সহ প্রাক্তন ক্রিকেট তারকা ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। তাছাড়া এইবার কলকাতার (Kolkata) পুজোয় পুজোর উদ্বোধনে আসার জন্য তারকা যোগের তেমন খবর নেই বললেই চলে। কলকাতার বাকি যে সমস্ত পুজো কর্তারা পুজোর উদ্বোধনে তারকা সংযোগ ঘটাবেন বলে মনস্থ করেছেন বলে জানা গিয়েছে, তাদের মধ্যে কোন কোন পুজোর নাম রয়েছে, জানতে ইচ্ছে করছে? আপনার মনে উঁকি দেওয়া সেই প্রশ্নের নিরসন ঘটাতে প্রস্তুত আমরা। এক নজরে জেনে নিন কলকাতার নামি পুজোগুলির উদ্বোধনে কোন কোন তারকা কোথায় আসছেন?
বলি তারকা (Bollywood star) মাধুরী দীক্ষিতের (Madhuri Dikshit) আসার কথা থাকলেও, তাঁর পরিবর্তে শ্রীভূমির (Shreebhumi) পুজোয় আসছেন বিশ্ববরেণ্য ব্য়াডমিন্টন তারকা পি ভি সিন্ধু (P V Sindhu)। সেই সঙ্গেই ওই পুজোর উদ্বোধনে (Inauguration) আসছেন জনপ্রিয় ক্রিকেট তারকা (Cricket Star) তথা ভারতীয় মহিলা ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক মিতালি রাজ (Mithali Raj) সহ প্রাক্তন ক্রিকেট তারকা ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। তাছাড়া এইবার কলকাতার (Kolkata) পুজোয় পুজোর উদ্বোধনে আসার জন্য তারকা যোগের তেমন খবর নেই বললেই চলে। কলকাতার বাকি যে সমস্ত পুজো কর্তারা পুজোর উদ্বোধনে তারকা সংযোগ ঘটাবেন বলে মনস্থ করেছেন বলে জানা গিয়েছে, তাদের মধ্যে কোন কোন পুজোর নাম রয়েছে, জানতে ইচ্ছে করছে? আপনার মনে উঁকি দেওয়া সেই প্রশ্নের নিরসন ঘটাতে প্রস্তুত আমরা। এক নজরে জেনে নিন কলকাতার নামি পুজোগুলির উদ্বোধনে কোন কোন তারকা কোথায় আসছেন?
আগামী ২৯ সেপ্টেম্বর প্রথমার দিন শ্রীভূমির পুজোর উদ্বোধনে উপস্থিত থাকার কথা ভারতীয় মহিলা ক্রিকেট দলের বর্তমান ও প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ এবং ঝুলন গোস্বামীর। শ্রীভূমিতেই আগামী ২ অক্টোবর যাওয়ার কথা ভারতীয় ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধুর। উপস্থিত থাকার কথা রয়েছে সৌরভ গাঙ্গুলীরও (Saurav ganguly)। আরও পড়ুন- Durga Puja 2019: নীলকণ্ঠ পাখি ওড়ে রায়চৌধুরী বাড়ির দুর্গা পুজোয়, বাড়ির মেয়ের কৈলাসে ফিরে যাওয়ার আগাম বার্তা পৌঁছে দিতে দশমীতে মানা হয় এই প্রথা
হাতিবাগান সর্বজনীনের (hatibagan Sarbajanin) পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)।
সিকদার বাগান সর্বজনীনের (Sikder Bagan sarbajanin) পুজোয় আসছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
পুজো উদ্যোক্তাদের মধ্যে বেশিরভাগ জনই জানিয়েছেন, এই বছর দেশজোড়া আর্থিক মন্দায় কর্পোরেট স্পনসরশিপের অভাবে পুজোর বাজেট কমেছে। সেই সঙ্গেই দলনেত্রীর কড়া নির্দেশ যুক্ত হয়েছে। যার ফলে বিভিন্ন পুজোই বাহুল্যবর্জিত হয়ে ওঠার চেষ্টা করছে। ফলে, স্বল্প পূঁজিতে তারকা আনানো সম্ভব হচ্ছে না। তারকা তালিকায় চোখ বুলিয়ে প্রায় সব পুজো কমিটিই বলছে, পরের বছর দেখা যাবে।