Surat Shocker: মর্মান্তিক! গরবা নাচের প্রশিক্ষণের সময় মাটিতে পড়ে মৃত যুবক

নবরাত্রি উপলক্ষে একটি কমিউনিটি হলে গরবা নাচের প্রশিক্ষণ করছিলেন বছর ২৬-এর এক যুবক। সেই সময় অচৈতন্য হয়ে মাটিতে পড়ে মৃত্যু হল তাঁর। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাটে।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

সুরাট: নবরাত্রি উপলক্ষে একটি কমিউনিটি হলে (Community hall) গরবা নাচের প্রশিক্ষণ (practicing garba) করছিলেন বছর ২৬-এর এক যুবক। সেই সময় অচৈতন্য হয়ে মাটিতে পড়ে (collapsed) মৃত্যু হল (died) তাঁর। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটের (Gujarat) সুরাটে (Surat)। আরও পড়ুন: Sikkim Floods: তিস্তার হড়পা বানে ভেসে যায় চুংথাং বাঁধের একাংশ, ভয়াবহ ঘটনায় কী বললেন মুখ্যমন্ত্রী

পুলিশ সূত্রে জানা গেছে, সুরাটের পালানপুর গ্রামের (Palanpur village) বাসিন্দা রাজ মোদি (Raj Modi) সুরাট পুরসভার কমিউনিটি হলে (Surat Municipal Corporation) ঐতিহ্যশালী গরবা নাচের  (traditional Garba dance)প্রশিক্ষণে ব্যস্ত ছিলেন। সেই আচমকা তাঁর বুকে যন্ত্রণা (severe chest pain) হতে শুরু করে। কোনওরকমে একটি চেয়ার গিয়ে বসার কিছুক্ষণ পরেই মৃত্যু হয় তাঁর। আরও পড়ুন: Hyderabad: হায়দ্রাবাদ বিমানবন্দরে বিপুল পরিমাণ সোনা ও বৈদেশিক মুদ্রা উদ্ধার, গ্রেফতার ৬, দেখুন