Karnataka BJP MLA Threatens Anti CAA Protesters: 'আমরা ৮০ শতাংশ এবং আপনারা ১৫ শতাংশ, পাল্টা রাস্তায় নামলে কী হবে ভেবেছেন'

নাগরিকত্ব আইনের (CAA) বিরুদ্ধে প্রতিবাদী ও সংখ্যালঘুদের হুঁশিয়ারি দিলেন কর্নাটকের (Karnataka) বিজেপি নেতা ও বিধায়ক সোমেশেকার রেড্ডি (BJP MLA Somashekar Reddy)। সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের সদস্যরা পাল্টা প্রতিবাদীদের বিরুদ্ধে রাজপথে নামলে ঠিক কী হবে, তা বিবেচনা করতে বলেছেন তিনি। শুক্রবার উত্তর কর্নাটকের বল্লারিতে একটি সমাবেশে মুসলিম সম্প্রদায়ের কথা স্পষ্ট উল্লেখ করে বিধায়ক বলেন, "সতর্ক থাকুন। কারণ, আমরা জনসংখ্যার ৮০ শতাংশ এবং আপনারা মাত্র ১৫ শতাংশ। আপনারা কেবল সংখ্যালঘু। আমি চাই আপনারা এটাই ভাবুন যদি সংখ্যাগরিষ্ঠরা আপনাদের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে তবে কী হবে?"

সোমেশেকার রেড্ডি (Photo: ANI)

বেঙ্গালুরু, ৪ জানুয়ারি: নাগরিকত্ব আইনের (CAA) বিরুদ্ধে প্রতিবাদী ও সংখ্যালঘুদের হুঁশিয়ারি দিলেন কর্নাটকের (Karnataka) বিজেপি নেতা ও বিধায়ক সোমেশেকার রেড্ডি (BJP MLA Somashekar Reddy)। সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের সদস্যরা পাল্টা প্রতিবাদীদের বিরুদ্ধে রাজপথে নামলে ঠিক কী হবে, তা বিবেচনা করতে বলেছেন তিনি। শুক্রবার উত্তর কর্নাটকের বল্লারিতে একটি সমাবেশে মুসলিম সম্প্রদায়ের কথা স্পষ্ট উল্লেখ করে বিধায়ক বলেন, "সতর্ক থাকুন। কারণ, আমরা জনসংখ্যার ৮০ শতাংশ এবং আপনারা মাত্র ১৫ শতাংশ। আপনারা কেবল সংখ্যালঘু। আমি চাই আপনারা এটাই ভাবুন যদি সংখ্যাগরিষ্ঠরা আপনাদের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে তবে কী হবে?"

সম্প্রতি বেঙ্গালুরু দক্ষিণের বিদেপি সাংসদ তেজস্বী সূর্য নাগরিকত্ব আইনের বিরোধীদের অশিক্ষিত বলেছেন। সেই দাবিকেও সঠিক বলেছেন রেড্ডি। তিনি বলেন, "তেজস্বী সূর্য সঠিক বক্তব্য বলেছেন। এই প্রতিবাদকারীদের বেশিরভাগই পাংচারওয়ালা এবং নিরক্ষর। তাদের যা বলা হয়েছে সেটাই বিশ্বাস করেছে। আসলে কংগ্রেস তাদের মনকে দূষিত করছে।" আরও পড়ুন:  Babul Supriyo: ছাত্রের 'নিঃশর্ত ক্ষমা' চাওয়ার দাবি ফেরালেন বাবুল সুপ্রিয়, উল্টে তাঁকে 'বোকা' বলে সম্বোধন

বল্লারির বিধায়কের হুঁশিয়ারি, উত্তরপ্রদেশের মতো কর্নাটকেও সম্পত্তি ধ্বংস করা হয়েছে, আর যারা করেছে তাদের থেকে টাকা আদায় করা হবে। ওদের একই শিক্ষা দেওয়া হবে। তিনি বলেন, "আমরা ভারতীয়, এবং আমরা আপনাদের একইভাবে শিক্ষা দেব, যেভাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তাঁর রাজ্যে শিক্ষা দিচ্ছেন। সিএএ-র প্রতিবাদকারীরা গুলিবিদ্ধ না হলেই ভালো, তবে কেউ আহত হলে হিন্দু চিকিৎসকের কাছে আসুন। তিনি আপনার ক্ষতের চিকিৎসা করবেন।" গত মাসে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলাকালীন কর্নাটকের কয়েকটি জায়গায় হিংসা ছড়ায়। ১৯ ডিসেম্বর মেঙ্গালুরুতে পুলিশের গুলিতে দু'জনের মৃত্যু হয়।