Weather Update For Heatwave: তীব্র তাপপ্রবাহের সতর্কতা, বাংলা, বিহার, ওড়িশায় চলছে দাবদাহ

তাপপ্রবাহের সময় কেউ যাতে ঘরের বাইরে বের না হন। প্রত্যেকে যাতে সুতির জামাকাপড় পরুন এবং বেশি করে জল খান বলে বার বার সতর্ক করা হয় হাওয়া অফিসের তরফে।

Heatwave (Photo Credit: Pixabay)

দিল্লি, ৩০ এপ্রিল: চূড়ান্ত তাপপ্রবাহের (Heatwave) সতর্কতা জারি করল আবহাওয়া দফতর (Weather Update)। আগামী ২, ৩ দিন ধরে পশ্চিমবঙ্গে তাপপ্রবাহ চলবে। বাংলার পাশাপাশি বিহার, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশেও চূড়ান্ত তাপপ্রবাহ চলবে বলে জানানো হয় হাওয়া অফিসের তরফে। আগামী ১ এবং ২ মে পর্যন্ত বাংলার বিভিন্ন জায়গায় তাপপ্রবাহ চলবে বলে সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণের বিভিন্ন জায়গাতেও তাপপ্রবাহ চলবে বলে সতর্ক করে হাওয়া অফিস। দক্ষিণে এই তাপপ্রবাহ ৩ বা ৪মে পর্যন্ত চলবে বলে জানানো হয়।

ফলে তাপপ্রবাহের সময় কেউ যাতে ঘরের বাইরে বের না হন। প্রত্যেকে যাতে সুতির জামাকাপড় পরুন এবং বেশি করে জল খান বলে বার বার সতর্ক করা হয় হাওয়া অফিসের তরফে।

দক্ষিণে কর্ণাটকের প্রান্তিক অঞ্চলেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে তেলাঙ্গানা এবং রায়লসীমার বেশ কিছু অঞ্চলেও তাপপ্রবাহ চলবে বলে সতর্ক করা হয়েছে।