Opposition Meeting: পটনায় বিরোধীদের বৈঠকে থাকার ঘোষণা ওমার আবদুল্লার, তবে জোটের দায়িত্ব ছাড়লেন বড়দের ওপরেই
আগামী ২২ জুলাই পটনায় দেশের বিরোধী দলগুলির বৈঠকে থাকার কথা ঘোষণা করলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
শ্রীনগর, ১৩ জুন: আগামী ২২ জুলাই পটনায় দেশের বিরোধী দলগুলির বৈঠকে থাকার কথা ঘোষণা করলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ন্য়াশানল কনফারেন্স প্রধান ওমর আবদুল্লা বললেন, বিজেপির বিরুদ্ধে সবার এক হওয়ার প্রয়োজনীয়তা আছে বলেই আমরা উপস্থিত থাকব। তবে আমরা ছোট দল বিরোধী জোট গড়ার প্রক্রিয়ায় আমাদের ভূমিকা খুবই ছোট। আগে উচিত যাদের ৪০-৫০টা আসন আছে তারা আগে এক হোক। তারপর আমাদের মত ছোট দলগুলির এক হওয়ার আসা করবে।"লোকসভায় ফারুক আবদুল্লার ন্যাশানল কনফারেন্সের ৩ জন সাংসদ আছে।
প্রসঙ্গত, বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি (ইউ) প্রধান নীতীশ কুমারের আমন্ত্রণে দেশের ১৫টি বিরোধী দলের নেতারা পটনায় জোট গড়ার লক্ষ্যে বৈঠকে বসছেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায় নিজে উপস্থিত থাকবেন বিরোধীদের এই বৈঠকে। এনসিপি প্রধান শরদ পওয়ার, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালও উপস্থিত থাকবেন বৈঠকে।
দেখুন টুইট
কংগ্রেস তাদের শীর্ষ নেতাদেরই বৈঠকে পাঠাচ্ছে। পিডিপি, শিবসেনা (উদ্ধভ ঠাকরে), ডিএমকে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, বিআরএস নেতারাও উপস্থিত থাকবেন বিরোধীদগের বৈঠকে। তবে মায়াবতীর বিএসপি থাকছে না বৈঠকে।