World Tuberculosis Day 2022: গুণগত মানসম্পন্ন স্বাস্থ্য পরিকাঠামো ও উন্নত চিকিৎসা পরিষেবার মাধ্যমে ২০২৫-এই দেশকে যক্ষ্মামুক্ত করব, মনসুখ মান্ডভিয়া
২০২৫-এর মধ্যে দেশকে যক্ষ্মামুক্ত করবে কেন্দ্র। বিশ্ব যক্ষ্মা দিবসে (World Tuberculosis Day 2022) একথাই বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। গুণগত মানসম্পন্ন স্বাস্থ্য পরিষেবা উন্নত চিকিৎসার সুযোগের মাধ্যমেই দেশ থেকে যক্ষ্মা দূর করা যাবে।
নতুন দিল্লি, ২৪ মার্চ: ২০২৫-এর মধ্যে দেশকে যক্ষ্মামুক্ত করবে কেন্দ্র। বিশ্ব যক্ষ্মা দিবসে (World Tuberculosis Day 2022) একথাই বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। গুণগত মানসম্পন্ন স্বাস্থ্য পরিষেবা উন্নত চিকিৎসার সুযোগের মাধ্যমেই দেশ থেকে যক্ষ্মা দূর করা যাবে। এক টুইট বার্তায় তিনি বলেন, "যক্ষ্মা একটি প্রতিরোধ যোগ্য ও চিকিৎসাযোগ্য রোগ। এই বিশ্ব যক্ষা দিবসে ২০২৫-এর মধ্যে দেশকে যক্ষ্মামুক্ত করার প্রত্রিশ্রুতি পুনরায় দিচ্ছি। " যক্ষ্মা সংক্রান্ত সচেতনতা বাড়াতে তিনি একটি স্যান্ড আর্টও শেয়ার করেছেন। আরও পড়ুন-GIF Creator Stephen Wilhite Dies: কোভিড ভিলেন, প্রয়াত GIF সৃষ্টিকর্তা স্টিফেন উইলহাইট
তিনি আরও বলেন, "বালু শিল্পের মাধ্যমে যক্ষ্মা বিষয়ে সচেতনতা ছড়াচ্ছে! ২০২২ সালের বিশ্ব যক্ষ্মা দিবসে, আসুন আমরা সবাই 'যক্ষ্মা শেষ করার জন্য ধাপে ধাপে এগিয়ে যাওয়ার' অঙ্গীকার করি।"
এই প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে, পৃথিবীতে প্রতিদিন যক্ষ্মায় আক্রান্ত হন ২৮ হাজার জন। একই সঙ্গে নিত্য যক্ষ্মার বলি ৪ হাজার ১০০ জন।