Vijay Diwas 2024: আজ বিজয় দিবস, মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী ইতিহাসকে স্মরণে রেখে শহীদ সৈনিকদের জন্য রইল শ্রদ্ধার্ঘ্য, শেয়ার করুণ শুভেচ্ছাবার্তা
১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে পাকিস্তান অধিকৃত বাংলাদেশের স্বাধীনতার জন্য পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনার জয়ের এই দিনটিই প্রতিবছর উদযাপন করা হয়।
আজ ১৬ ডিসেম্বর। বাংলাদেশের বিজয় দিবস (Vijay Diwas 2024)। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ভারতীয় সেনা ও বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানের (Pakistan) প্রায় ৯৩ হাজার সেনা। মুক্তিযুদ্ধের এই রক্তক্ষয়ী ইতিহাসকে স্মরণীয় করে রাখতে সেই থেকে প্রতি বছর ১৬ ডিসেম্বর দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করা হয়।
১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে পাকিস্তান অধিকৃত বাংলাদেশের (Bangladesh) স্বাধীনতার জন্য পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনার জয়ের এই দিনটিই প্রতিবছর উদযাপন করা হয়। যুদ্ধের সমাপ্তির ফলশ্রুতিতে পাকিস্তান সেনাবাহিনী একতরফা ও নিঃশর্ত আত্মসমর্পণ করে এবং পরবর্তীকালে পূর্ব পাকিস্তান, পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা দেশ, বাংলাদেশ গঠিত হয়।
দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানী বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। বাংলাদেশের পাশাপাশি ভারতেও এই দিনটি 'বিজয় দিবস' হিসেবে পালিত হয়ে থাকে।
চলতি বছরে ৫৪'তম 'বিজয় দিবস' (Vijay Diwas 2024) পালিত হবে ভারত এবং বাংলাদেশে। বিজয় দিবস উপলক্ষে লেটেস্টলি বাংলা তরফে এই শুভেচ্ছাপত্রগুলি আত্মীয়-স্বজন, পরিবারের সঙ্গে ভাগ করে নিন।
আজ ১৬ ডিসেম্বর বিজয় দিবস...
মহা বিজয়ের মহা উল্লাস...
বিজয় দিবসের শুভেচ্ছাবার্তা...
Vijay Diwas 2024 Wishপরিবার, আত্মীয়-স্বজনের সঙ্গে ভাগ করে নিন বিজয় দিবসের শুভেচ্ছা...