Video: প্রকাশ্যে রাস্তায় ভয়াবহ ঘটনা বেঙ্গালুরুতে, দেখুন ভিডিয়ো
ভিডিয়োতে দেখা যায়, গাড়ির সামনে থাকা জিকজ্য়াক বাইকারদের পিছনে বার বার হর্ন দিয়েও কোনও কাজ হয়নি। বার বার হর্ন বাজানোয় ওই গাড়ি চালকের উপর চটে যায় বাইকাররা।
বেঙ্গালুরু, ১৪ জুলাই: বেশ কয়েকজন বাইকার একযোগে ভাঙতে শুরু করে একটি গাড়ি। বাইকাররা গাড়ি ভাঙতে এসেছে, দেখে ওই গাড়ির চালক কোনওক্রমে সেখান থেকে পালানোর চেষ্টা করেন। তিনি শেষ রক্ষা হয়নি। গাড়ির পিছু নিয়ে তাঁর অ্যাপার্টমেন্টের কাছে গিয়ে অভদ্রতা শুরু করে বেশ কিছু ব্যক্তি। বেঙ্গালুরুতে (Bengaluru) এমনই একটি ভিডিয়ো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লে, তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। ভিডিয়োতে দেখা যায়, গাড়ির সামনে থাকা জিকজ্য়াক বাইকারদের পিছনে বার বার হর্ন দিয়েও কোনও কাজ হয়নি। বার বার হর্ন বাজানোয় ওই গাড়ি চালকের উপর চটে যায় বাইকাররা। তারা একযোগে গাড়ির উপর হামলা চালাতে গেলে, চালক কোনওক্রমে সেখান থেকে পালিয়ে যান। তবে পিছু নিয়ে অ্যাপার্টমেন্টে ঢোকার আগে ওই চালকের উপর হামলা চালাতে যায় বাইকাররা। যে ঘটনা সিসিটিভিতে ধরা পড়লে, পুলিশ তড়িঘড়ি পদক্ষেপ করে বাইকারদের বিরুদ্ধে।
ঘটনার পরপরই পুলিশের তরফে বিবৃতি প্রকাশ করা হয়। পাশাপাশি এফআইআর দায়ের করে তদন্ত চলছে বলেও জানানো হয় বেঙ্গালুরু পুলিশের তরফে।