Uttarakhand: ভূমিধ্বসের জেরে বন্ধ হয়ে গেল যমুনোত্রী বদ্রীনাথ জাতীয় সড়ক

রাস্তা বন্ধ হওয়ার জেরে সমস্যায় পুণ্যার্থীরা

Photo Credit ANI

উত্তরাখন্ডে উত্তরকাশী জেলায় প্রবল বৃষ্টির জেরে রাস্তায় পাথর পড়ে বন্ধ জাতীয় সড়ক। যার ফলে যমুনোত্রী যাওয়ার পথে শরণার্থীরা বাধাপ্রাপ্ত হচ্ছেন বলে জানা গেছে।প্রবল বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে পাথরের বড় চাই এসে রাস্তার ওপর পড়েছে যার জেরে ব্যহত ট্রাফিক পরিষেবা।

জেলা বিপর্যয় আধিকারিক দেবেন্দ্র পাটওয়াল জানিয়েছেন যে, গত তিনদিন ধরে রাস্তার ওপর বারেবারে বড় বড় পাথর পড়ার ফলে দু দিক থেকেই বন্ধ রাস্তা।এর ফলে যমুনোত্রী পুণ্যার্থীদের ক্ষেত্রে কিছুটা সময় সেখানে অবস্থান করতে হচ্ছে যাতে রাস্তা ঠিক হয়ে গেলে তারা আবার গন্তব্যস্থানে যেতে পারেন।

চামোলি পুলিশের পক্ষ থেকে জানা গেছে যে, প্রবল বৃষ্টির কারণে ৬০ থেকে ৭০ মিটার এলাকা ধুয়ে সাফ হয়ে গেছে এই বর্ষাতে।যার ফলে বন্ধ হয়ে গেছে রাস্তা।রাস্তার পাশেই অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করেছেন পথযাত্রী এবং পুণ্যার্থীরা।

রবিবার আরকোট হিমাচলের কাছে ভূমিধ্বসের কারমে বন্ধ হয়ে যায় রাস্তা। প্রশাসনের তৎপরতায় রাস্তা পরিষ্কার করার কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।