UPI Payment For Inbound Travellers: বাইরে থেকে আসা বিদেশী ভ্রমণকারীরাও ভারতে এখন থেকে ব্যবহার করতে পারবে ইউপিআই (দেখুন টুইট)

প্রাথমিকভাবে জি২০ (G20) দেশগুলির ভ্রমণকারীরা নির্বাচিত আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতে (বেঙ্গালুরু, মুম্বাই এবং নয়াদিল্লি) ইউপিআই-এর সুবিধা পাবেন। অর্থাৎ আর্জেন্তিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, জার্মানি, মেক্সিকো-সহ মোট ১৯ টি দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যরা এই সুবিধা পাবে।

Reserve Bank of India (Photo Credits: Twitter/ANI)

খুচরো অর্থপ্রদানের জন্য ভারতে আসা বিদেশি ভ্রমণকারীরাও এখন থেকে ব্যবহার করতে পারবে ইউ পি আই (UPI)  তাঁদের জন্য ইউ পি আই মার্চেন্ট পেমেন্টের সুবিধা চালু করল কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কিছুদিন আগেই  মনিটারি পলিসির বৈঠকের শেষে এমনই ঘোষণা করেছিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। আর্থিক নীতি নির্ধারণকারী বৈঠকের পর তিনি জানিয়েছিলেন সারা দেশে ডিজিটাল পেমেন্টের জন্য ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে ইউপিআই। তাই  এখন দেশে আসা সমস্ত ভ্রমণকারীদের মার্চেন্ট পেমেন্টের জন্য ইউ পি আই (UPI) ব্যবহারের অনুমতির প্রস্তাব দেওয়া হয়েছে।

কোন ভ্রমণকারীরা ভারতে মার্চেন্ট পেমেন্টের জন্য UPI ব্যবহার করতে পারেন?

প্রাথমিকভাবে জি২০ (G20) দেশগুলির ভ্রমণকারীরা নির্বাচিত আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতে (বেঙ্গালুরু, মুম্বাই এবং নয়াদিল্লি) ইউপিআই-এর সুবিধা পাবেন। অর্থাৎ আর্জেন্তিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, জার্মানি, মেক্সিকো-সহ মোট ১৯ টি দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যরা এই সুবিধা পাবে।