Amit Shah: জম্মুতে ভোটপ্রচারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রয়েছে একাধিক কর্মসূচি, বাড়ানো হয়েছে নিরাপত্তা

আগামী শুক্রবার জম্মুতে ভোটপ্রচারের জন্য যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । থাকবেন শনিবার অর্থাৎ ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

আগামী শুক্রবার জম্মুতে ভোটপ্রচারের জন্য যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। থাকবেন শনিবার অর্থাৎ ৭ সেপ্টেম্বর পর্যন্ত। দুইদিনের রাজনৈতিক কর্মসূচির মধ্যে থাকছে একটি জনসভা এবং দলীয় ইস্তেহার প্রকাশের কাজ। এছাড়া রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকও হতে পারে বলে জানা গিয়েছেন। বিধানসভা নির্বাচনের প্রচারের কারণে স্বরাষ্ট্রমন্ত্রী আসার কথা নিশ্চিত হতেই রাজ্যের বিভিন্নপ্রান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। কোনওভাবেই যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে নিরাপত্তা দেবে। বৃৃহস্পতিবার শহরের বিভিন্ন প্রান্তে নিরাপত্তা সংক্রান্ত মহড়া পেশ করা হয়ছিল।

আগামী ১৮ সেপ্টেম্বর জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন। ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিল করার পর এই প্রথম রাজ্যে নির্বাচন হতে চলেছে। কংগ্রেস, বিজেপি প্রায় প্রতিটি দলই ইতিমধ্যেই প্রার্থী তালিকা প্রকাশের কাজ শুরু করে দিয়েছে। বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ্যে আসার পরেই একাধিক পুরোনো নেতাকর্মী কার্যত ক্ষুব্ধ। ফলে তাঁদের মানভঞ্জন করাতে কেন্দ্রীয় নেতৃত্ব ভোটপ্রচারের জন্য প্রথমসারীর নেতামন্ত্রীদের উপত্যকায় ভোটপ্রচারের জন্য পাঠাচ্ছে বলে মত রাজনৈতিক মহলের।