IPL Auction 2025 Live

Union Budget 2022 LIVE Updates: অপরিবর্তিত ব্যক্তিগত আয়কর কাঠামো, ডিজিটাল সম্পত্তির লেনদেনে ৩০ শতাংশ আয়কর: অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

আজ ১১টায় সংসদে আর্থিক বাজেট (Union Budget 2022) পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman)। গতবারের মতো এবারও পেপারলেস বাজেট পেশ করা হবে। এবার নিয়ে মোট চারবার বাজেট পেশ করতে চলেছেন নির্মলা। বিকেলে সাংবাদিক বৈঠক করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের মধ্যে দিয়ে শুরু হয়েছে অধিবেশন। প্রথম পর্যায়ের অধিবেশন চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর দ্বিতীয় পর্বের বাজেট অধিবেশন শুরু হবে ১৪ মার্চ থেকে, চলবে ৮ এপ্রিল পর্যন্ত।

Finance Minister Nirmala Sitharaman

নতুন দিল্লি, ১ ফেব্রুয়ারি: আজ ১১টায় সংসদে আর্থিক বাজেট (Union Budget 2022) পেশ করছেন অর্থমন্ত্রী  নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman)। গতবারের মতো এবারও পেপারলেস বাজেট পেশ করছেন তিনি। এবার নিয়ে মোট চারবার বাজেট পেশ করছেন নির্মলা। বিকেলে সাংবাদিক বৈঠক করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সোমবার থেকে শুরু হয়েছে  সংসদের বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের মধ্যে দিয়ে শুরু হয়েছে অধিবেশন। প্রথম পর্যায়ের অধিবেশন চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর দ্বিতীয় পর্বের বাজেট অধিবেশন শুরু হবে ১৪ মার্চ থেকে, চলবে ৮ এপ্রিল পর্যন্ত।

অর্থমন্ত্রীর বাজেট ভাষণ:

লাইভ আপডেট:

Delhi: Union Finance Minister Nirmala Sitharaman leaves from the Ministry of Finance.

She will present and read out the #Budget2022 at the Parliament through a tab, instead of the traditional 'bahi khata'. pic.twitter.com/pMlPpIHy4G

— ANI (@ANI) February 1, 2022