IPL Auction 2025 Live

Ambani Wedding: ভুয়ো নিমন্ত্রণ কার্ড দেখিয়ে আম্বানিদের বিয়েতে ঢুকে পড়ে জেলে দুই ইউ টিউবার

আম্বানিদের বিয়েতে 'বিন বুলায়ে মেহমান'। দুনিয়ার সবচেয়ে হাইপ্রোফাইল বিয়ের অনুষ্ঠানে কঠোর নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে ঢুকে পড়লেন দুই ব্যক্তি।

Stunning Pictures of Mukesh Ambani’s Family (Photo Credit: X)

মুম্বই, ১৪ জুলাই: আম্বানিদের বিয়েতে 'বিন বুলায়ে মেহমান'। দুনিয়ার সবচেয়ে হাইপ্রোফাইল বিয়ের অনুষ্ঠানে কঠোর নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে ঢুকে পড়লেন দুই ব্যক্তি। ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানির ছেলের বিয়েতে কোন কোন হাইপ্রোফাইল, ভিভিআইপি-রা এসেছেন সেটা জিজ্ঞাসা না করে, কারা আসেননি সেটা প্রশ্ন করাই ভাল। দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে ক্রিকেটার, বলিউডের মহাতারকা, হলিউডের মেগাস্টার, সোশ্যাল মিডিয়া কাঁপানো ব্যক্তিরা থেকে ব্যবসায়ী- সবাই অন্তত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়েতে হাজির ছিলেন।

এত বড় হাইপ্রোফাইল বিয়ের অনুষ্ঠানে ভুয়ো নিমন্ত্রণ কার্ড দেখিয়ে ঢুকে পড়লেন দুই ব্যক্তি। অন্ধ্র প্রদেশ থেকে তারা ইউ টিউবার ও ব্যবসায়ী পরিচয় দিয়ে আম্বানিরা ডেকেছেন বলে বিয়ের অনুষ্ঠানে ঢুকে পড়েন। এত হাইপ্রোফাইল, ভিভিআইপিরা উপস্থিত থাকায় আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু বজ্র আটুনির নিরাপত্তা বলয় ভেঙে ২৬ বছরের ইউ টিউবার ভেঙ্কটেশ নারাসাইয়া আল্লুরি ও নিজেকে ব্যবসায়ী পরিচয় দেওয়া ২৮ বছরের শাফি শেখ আম্বানিদের বিয়ে বাড়িতে ভুয়ো পরিচয় দিয়ে ঢুকে পড়েন। আম্বানিদের বিয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।

দেখুন খবরটি

বিন বুলায়ে দুই মেহমান পরে তারা গ্রেফতার হন। সিসিটিভি ফুটেজ দেখে তাদের দু জনকে দেখে সন্দেহ হলে তাদের জেরা করা হয়। পরে দু'জনকে গ্রেফতার করে মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের পুলিশ। তাদের বিরুদ্ধে মামবলা দায়ের করা হয়। পরে তাদের শর্তসাপেক্ষে জামিন দিয়ে জেল থেকে ছাড়া হয়।  দুজনকে নোটিশ দেওয়া হয়। প্রসঙ্গত, আম্বানিদের হাইপ্রোফাইল বিয়ের অনুষ্ঠানের জন্য পাঁচস্তরের নিরাপত্তা বলয় ছিল। আমন্ত্রিতদের চেনার জন্য বিশেষ টিম করা হয়েছে। পাঁচটি নিরাপত্তা বলয় টপকানোর পরেই বিয়ের অনুষ্ঠানে ঢোকা যাচ্ছিল। এত বজ্র আটুনির পরেও ফস্কা গেরোয়া হয়ে গেলেন অন্ধ্রের দুই ব্যক্তি।